এক্সপ্লোর
Bajaj Freedom 125: বিশ্বের প্রথম সিএনজি বাইক উদ্বোধন করলেন নীতিন গডকড়ী, কী চমক বাজাজ ফ্রিডমে ?
Bajaj CNG Bike Launched: বাজাজ নিয়ে এল বিশ্বের প্রথম সিএনজি বাইক। আজ ৫ জুলাই পূর্ব উল্লিখিত বিজ্ঞপ্তি অনুসারে লঞ্চ হল এই অত্যাধুনিক বাইকের। পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ী এই বাইকের উদ্বোধন করেন।

ছবি- নিজস্ব
1/10

বাজাজ নিয়ে এল বিশ্বের প্রথম সিএনজি বাইক। আজ ৫ জুলাই পূর্ব উল্লিখিত বিজ্ঞপ্তি অনুসারে লঞ্চ হল এই অত্যাধুনিক বাইকের। ছবি- নিজস্ব
2/10

বাজাজের এই সিএনজি বাইকের নাম ফ্রিডম ১২৫। পেট্রোলের বিপুল খরচ থেকে এবার রেহাই দেবে এই বাইক। ছবি- বাজাজ অটো
3/10

বাজাজ সিএনজি ফ্রিডম ১২৫-এর এক্স শো-রুম দাম শুরু হচ্ছে ৯৫ হাজার থেকে। এই বাইকের টপ এন্ড মডেলটি পাবেন ১.১০ লাখে। ছবি- বাজাজ অটো
4/10

দেশের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরী এদিন বাজাজ অটোর এই নতুন বাইকের উদ্বোধন করেন। ছবি- নিজস্ব
5/10

বাজাজ অটো সংস্থার দাবি, এই বাইকের মাইলেজ ২১৩ কিমি। অর্থাৎ এক লিটার পেট্রোলে ২১৩ কিমি যাওয়া যাবে। ছবি- বাজাজ অটো
6/10

পেট্রোল ট্যাঙ্কের পাশাপাশি এতে আছে একটি ২ কেজির সিএনজি ট্যাঙ্ক। সিটের নিচে সুরক্ষিত রাখা হয়েছে এই ট্যাঙ্কটি। ছবি- বাজাজ অটো
7/10

সংস্থার হিসেব বলছে, ২ কেজি সিএনজিতে যাওয়া যাবে ৩৩০ কিমি রাস্তা। ফলে পেট্রোলের থেকে অনেক কম খরচেই যাওয়া যাবে। ছবি- বাজাজ অটো
8/10

রাউন্ড হেডল্যাম্প এর অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া অন্যান্য ফিচার্সের মধ্যে পাবেন ব্লুটুথ, রিভার্স এলইডি কনসোল এবং আরও কত কি। ছবি- বাজাজ অটো
9/10

হিরো স্প্লেন্ডার, হোন্ডার শাইন প্লাসের মত মডেল যেমন সস্তায় মেলে, এই বাইকের দামও তাই পাল্লা দিয়ে কম রাখা হয়েছে। ছবি- বাজাজ অটো
10/10

এতে সহজেই পেট্রোল ও সিএনজি মোটরের মধ্যে সুইচ করে নেওয়া যায়। বিশ্বে এখন এটাই প্রথম সিএনজি বাইক বলে এর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। ছবি- বাজাজ অটো
Published at : 05 Jul 2024 06:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
