এক্সপ্লোর
Nawazuddin Siddiqui Birthday: আজ নওয়াজউদ্দিনের জন্মদিন, ওয়াচম্যান থেকে বলিউডের তারকা, কিছু জনপ্রিয় সংলাপ

Nawazuddin Siddiqui
1/7

আমির খানের সঙ্গে ছোট্ট একটি ভূমিকায় অভিনয় থেকে শুরু করে স্যাক্রেড গেমস-এর গায়তোন্ডে পর্যন্ত নওয়াজউদ্দিন সিদ্দিকির যাত্রা শুধু সংগ্রামেই ভরা নয়, তা আকর্ষণীয়ও বটে। নওয়াজউদ্দিন প্রমাণ করেছেন যে, রূপোলি পর্দায় প্রত্যেক ভূমিকায় নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়েছেন এবং নিজের চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। গত দুই দশক ধরে কেরিয়ারে নওয়াজউদ্দিনের এই পরিচিক এতটাই ভরসাযোগ্য যে, তাঁর নামটাই কোনও সিনেমা বা ওয়েবসিরিজকে সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে পর্যাপ্ত। আজ নওয়াজউদ্দিনের জন্মদিন।
2/7

নওয়াজউদ্দিন সিদ্দিকি এমন এক অভিনেতা, যিনি তাঁর লড়াই ও অভিনয় দক্ষতায় সিনে দুনিয়ায় তারকার মর্যাদা পেয়েছেন। তারকা হয়ে ওঠার আগে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন। নওয়াজউদ্দিন জানিয়েছেন , তিনি ওয়াচম্যানের কাজও করেছেন। মশলা বেচেছেন। তাঁর লড়াই কতটা কঠিন ছিল তা একটি ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায়। একটি চরিত্রের জন্য, তা ছোট হলেও তিনি একশো বার অডিশন দিয়েছিলেন। ১২ বছরের দীর্ঘ লড়াইয়ের পর নওয়াজউদ্দিনের পরিচিতি পাওয়ার মতো ব্রেক মেলে। এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর এই লড়াইয়ের বেশ কিছু অজানা ঘটনার কথা জানিয়েছেন।
3/7

বজরঙ্গি ভাইজান-সলমন খানের সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁর একটি সংলাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই সংলাপ হল-তুম ফির বোলো বেগম।
4/7

গ্যাংস অফ ওয়াসিপুর- বাপ কা, দাদা কা, ভাইকা সবকা বদলা লেগা রে, তেরা ফয়জল। বদলার আগুনে জ্বলতে থাকা নওয়াজের এই চরিত্রের নাম ফয়জল। সিনেমায় তাঁর এই সংলাপ বেশ জনপ্রিয় হয়েছিল।
5/7

মাঝি, দ্য মাউন্টেন ম্যান-ভগবান কে ভরোসে মত বৈঠিয়ে, ক্যায়া পতা ভগনাম হমারে ভরোসে বৈঠা হ্যায়। সিনেমার প্রধান চরিত্র দশরথের এই সংলাপের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন নওয়াজউদ্দিন।
6/7

স্যাক্রেড গেমস- কভি কভি লগতা হ্যায় কি অপুন হি ভগবান হ্যায়। নওয়াজের চরিত্র গণেশ গায়তোণ্ডেক এই সংলাপ দর্শকদের মনে এখনও তাজা।
7/7

কিক- প্যায়দা তো ম্যায় ভি শরিফ হুয়া থা লেকিন অপনি শরাফত সে কভি বনি নহি। নির্মম খলনায়ক ও নওয়াজের অভিনয় দক্ষতা এই চরিত্রকে জীবন্ত করে তুলেছিল।
Published at : 19 May 2021 05:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
