এক্সপ্লোর
Kuler Achaar & The Eken Muhurat: ৫ বছর পর 'কুলের আচার' নিয়ে বড়পর্দায় ইন্দ্রাণী, 'একেনবাবু'-তে থাকছেন 'মন্দার' দেবাশীষও

টিম কুলের আচার ও দ্য একেন
1/10

বড়পর্দায় আসছে নতুন জুটি এবং ওয়েবের জনপ্রিয় চরিত্র! প্রযোজনা সংস্থা এসভিএফের থেকে এই ঘোষণা করা হয়েছিল আগেই। নতুন ছবি 'কুলের আচার' (Kuler Achaar)-এর হাত ধরে বড়পর্দায় জুটি বাঁধছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)।
2/10

ওয়েব সিরিজের জনপ্রিয়তাই বড়পর্দায় নিয়ে আসছে একেনবাবুকে। গত বছর শেষের দিকে অর্থাৎ ১৯ নভেম্বর, প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (Sri Venkatesh Films) পক্ষ থেকে ঘোষণা করা হয় যে বড় পর্দায় এবার আসতে চলেছে একেন বাবু। ছবির নাম 'দ্য একেন' (The Eken)। শুক্রবার মহরৎ সারা হয়ে গেল দুই ছবিরই।
3/10

বিক্রম-মধুমিতার হাতে উঠল ক্ল্যাপস্টিক। এই ছবিতে মধুমিতাকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে কিনা বিয়ের পর নিজের পদবি বদলাতে চায় না।
4/10

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন, তিনি থাকছেন মধুমিতা সরকারের বিপরীতে, তাঁর স্বামীর চরিত্রে।
5/10

পারিবারিক টক, ঝাল, মিষ্টি স্বাদের ছবি 'কুলের আচার' পরিচালনা করছেন পরিচালক সুদীপ দাস। ছবিটি তাঁরই লেখা। এই প্রথমবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ দাস।
6/10

এই ছবির হাত ধরেই ৫ বছর পর বড়পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। মহরতে হালকা রঙের পোশাকে তাঁকে দেখা গেল চেনা মেজাজে।
7/10

মহরতে হাজির ছিলের ছবির প্রায় সব কলাকুশলীরাই। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে নতুন ছবির। নতুন জুটিতে কাজ করতে উৎসাহী বিক্রম আর মধুমিতাও।
8/10

অন্যদিকে মহরতের ছবি পোস্ট করলেন 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'একেনবাবু - ছবির মহরৎ হল আজ। খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন ও ভালবাসা চাই।' এসভিএফের (SVF) ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর (Hoichoi) প্রবলভাবে সফল ওয়েব সিরিজ 'একেন বাবু'। দর্শকদের বেশ পছন্দের সিরিজ এটি। এবার তাই 'একেন বাবু'-কে পরের পর্যায়ে নিয়ে যেতে চলেছে এসভিএফ। বড় পর্দায় মুক্তি পাবে 'দ্য একেন'।
9/10

একজন সাধারণ মানুষের বেশের আড়ালে গোয়েন্দা হলেন একেন বাবু। চলতি বছরে শুধুমাত্র সিনেমাহলে মুক্তি পাবে ছবিটি। টেলিভিশন, ইন্টারনেটে যাঁর হাত ধরে গড়ে উঠেছেন একেন বাবু, তিনিই নিয়ে আসবেন বড় পর্দায়। তিনি হলেন জয়দীপ মুখোপাধ্যায়। ওটিটির মতোই বড়পর্দায়ও বাঙালির অন্যতম পছন্দের গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakraborty)। বাঙালি দর্শকদের মন ফের জয় করতে তৈরি অনির্বাণ।
10/10

নতুন এই ছবিতে অভিনয় করছেন দেবাশীষ মন্ডলও (Debashish Mondal)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীতশিল্পী জয় সরকার (Joy Sarkar)। চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে 'দ্য একেন'।
Published at : 22 Jan 2022 07:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
