এক্সপ্লোর
Advertisement

Weight Loss: ওজন কমাতে চাইলে পর্যাপ্ত ঘুমও জরুরি, কী বলছেন বিশেষজ্ঞরা, জেনে নিন

ছবি: পিক্সাবে।
1/10

খাওয়া-দাওয়া প্রায় বাদ দিয়েছেন। হাঁটা-দৌড়নো কিছুই বাদ নেই। তার পরও ওজন বেড়ে চলেছে! আর সেই চিন্তায় চোখে ঘুম নেই আপনার!
2/10

আসলে ফিট থাকার মন্ত্র লুকিয়ে ঘুমের মধ্যেই। কারণ ওজন ঝরানোর ক্ষেত্রে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ, ব্যায়াম যেমন জরুরি, তেমনই ঘুমও কিন্তু সমান জরুরি।
3/10

সার্বিক ভাবে ফিট থাকতে এবং ওজন ঝরাতে, পর্যাপ্ত ঘুম হওয়া অবশ্যই দরকার বলে মনে করেন চিকিৎসকরা। কেন, কী বৃত্তান্ত, জেনে নিন বিশদে।
4/10

চিকিৎসকদের মতে, মাথায় চিন্তার বোঝা আর তার জেরে ঘুম উড়ে যাওয়া স্থূলতার অন্যতম কারণ।
5/10

শুধু তাই নয়, ওজন বাড়ার সঙ্গে সঙ্গে অবসাদ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, হৃদরোগের সম্ভাবনাও সম্ভাবনাও দেখা দেয় বলে মত চিকিৎসকদের।
6/10

বিশেষজ্ঞদের মতে, ঘুমের হেরফের হলে বিপাকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। ৪-৫ ঘণ্টা ঘুম হলে খিদেও বেশি পায়।
7/10

ঘুম কম হলে শরীরে ক্লান্তি দেখা দেয়। ফলে সক্রিয়তা কমে। ব্যস্ত মানুষ জন তাই বেশি খাবার খান, বিশেষ করে শর্করা এবং ফ্যাটযুক্ত খাবারের প্রতি লোভ জাগে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
8/10

অনেক রাত পর্যন্ত জেগে থাকেন যাঁরা, তাঁদের মুখও চলতে থাকে। এদিকে বেলা পর্যন্ত ঘুমোতে গিয়ে শারীরিক সক্রিয়তাও কমে। তাতেই শরীরে মেদ বাড়তে শুরু করে।
9/10

তাও ওজন কমানোর ক্ষেত্রে খাওয়া-দাওয়া, ব্যায়ামের পাশাপাশি অন্তত রাতে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি বলে মত বিশেষজ্ঞদের।
10/10

তাই দুপুরের পর থেকে ক্যাফাইন এড়িয়ে চলার পরামর্শ দেন তাঁরা। নিয়মিত ব্যায়াম করে যেতে হবে, সে দিনে ২০-৩০ মিনিট হলেও চলবে। তাতেই রাতে পর্যাপ্ত ঘুম হবে বলে মত চিকিৎসকদের।
Published at : 08 Jun 2022 09:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
