এক্সপ্লোর
PM Narendra Modi:পিথোরাগড়ে 'পার্বতী কুন্ড'-এর দর্শনে প্রধানমন্ত্রী, 'মেডিটেশন' করলেন বরফঢাকা পর্বতের মাঝে
Parvati Kund Of Uttarakhand:পিথোরাগড়ের 'পার্বতী কুন্ড'-এ দর্শন এবং পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তরাখণ্ড গিয়েছেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা তাঁর।

পিথোরাগড়ে 'পার্বতী কুন্ড'-এর দর্শনে প্রধানমন্ত্রী, 'মেডিটেশন' করলেন বরফঢাকা পর্বতের মাঝে (ছবি:Narendra Modi X Handle)
1/10

পিথোরাগড়ের 'পার্বতী কুন্ড'-এ দর্শন এবং পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার একদিনের সফরে উত্তরাখণ্ড গিয়েছেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা তাঁর।
2/10

বৃহস্পতিবারের সফরে একটি জনসমাবেশও করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গুঞ্জি গ্রামেও যেতে পারেন তিনি।
3/10

ব্যস্ততার ফাঁকে কুমায়ুন হিমালয়ের কোলে, পার্বতী কুন্ডে সমস্ত আচার মেনে পুজো দিতে দেখা গেল তাঁকে। সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
4/10

জোলিংকঙ্গে আদি কৈলাস পর্বতের দর্শন দিয়ে সফর শুরু করার কথা তাঁর। তার পর পৌঁছবেন গুঞ্জি গ্রামে।
5/10

স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে সেখানেই কথা বলবেন প্রধানমন্ত্রী, জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে।
6/10

তার আগে, নিজের X হ্যান্ডেলে মোদি লেখেন, 'দেবভূমি উত্তরাখণ্ডের প্রত্যেক বাসিন্দা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ।'
7/10

উন্নয়নের সেই ধারায় গতি আনতেই তিনি যে বৃহস্পতিবার পিথোরাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, সে কথাও ওই পোস্টে জানান প্রধানমন্ত্রী।
8/10

তার আগে পার্বতী কুণ্ডে প্রধানমন্ত্রীর আরাধনার ছবি ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। স্থানীয়দের বিশ্বাস, পিথোরাগড় জেলার অন্তর্গত, কুমায়ুন হিমালয়ের কোলে ওই এলাকাতেই মহাদেব-পত্নী পার্বতী স্নান করেছিলেন।
9/10

দেবী পার্বতীকে নিয়ে প্রচলিত সেই পৌরাণিক কাহিনিকে শ্রদ্ধা জানিয়েই সেখানকার ওই 'কুণ্ড'বা দীঘির নাম হয়েছে পার্বতী কুণ্ড।
10/10

আরাধনার সময় এদিন সেখানকার আদিবাসীদের ঐতিহ্য অনুযায়ী, সাবেকি সাদা পোশাক পরেন মোদি। বরফে ঢাকা পর্বতের মাঝে বসে বেশ কিছুক্ষণ 'মেডিটেশন' -ও করেন তিনি।
Published at : 12 Oct 2023 12:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
