এক্সপ্লোর
International Malala Day 2022: তালিবানি হামলায় ক্ষতবিক্ষত থেকে নোবেল জয়, জন্মদিনে এক নজরে মালালা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/476b60d4d6be985abe460aed7feb52dd1657620102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Malala Yousafzai
1/7
![আজকের দিনেই সারা বিশ্বব্যাপী পালিত হয় মালালা দিবস। মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার পান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/e9aedeaeaf4e82ffb9a563cda8f27589f9af2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের দিনেই সারা বিশ্বব্যাপী পালিত হয় মালালা দিবস। মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার পান।
2/7
![১৯৯৭ খ্রিষ্টাব্দের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/0e8a4b9fa5f8e6ef9518674474249cc964d55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৯৭ খ্রিষ্টাব্দের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত।
3/7
![দক্ষিণ আফগানিস্তানের বিখ্যাত মহিলা পাশতু কবি ও যোদ্ধা মালালাই-এ-ম্যায়ওয়ান্দের নামানুসারে তার নামকরণ করা হয় মালালা, যার আক্ষরিক অর্থ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/0b52c47c7783ebbf1895a9f926aa933e3d34b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ আফগানিস্তানের বিখ্যাত মহিলা পাশতু কবি ও যোদ্ধা মালালাই-এ-ম্যায়ওয়ান্দের নামানুসারে তার নামকরণ করা হয় মালালা, যার আক্ষরিক অর্থ "দুঃখে অভিভূত"।
4/7
![মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার আন্দোলনকর্মী ডেসমন্ড টুটু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মালালার নাম মনোনীত করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/80c75d2006fd68effe1dbf935061ca7859e67.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১১ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার আন্দোলনকর্মী ডেসমন্ড টুটু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মালালার নাম মনোনীত করেন।
5/7
![২০১২ খ্রিষ্টাব্দের ৯ অক্টোবর, মালালা পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফেরার সময় তালিবানদের মুখে পড়েন। সেই সময় মালালাকে চিহ্নিত করে তিনটি গুলি ছোঁড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/4dd7b91b503908da5be03440fd5e2d4869e1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১২ খ্রিষ্টাব্দের ৯ অক্টোবর, মালালা পরীক্ষা দিয়ে বাসে বাড়ি ফেরার সময় তালিবানদের মুখে পড়েন। সেই সময় মালালাকে চিহ্নিত করে তিনটি গুলি ছোঁড়ে।
6/7
![এই ঘটনার পর পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার কাঁধ থেকে গুলিটিকে বের করে আনতে সক্ষম হন। গুলির প্রভাবে মস্তিষ্কের কিছুটা অংশ ফুলে ওঠে তাঁর। এরপর ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি নামক অস্ত্রোপচার করে তারা মালালার খুলির কিছুটা অংশ অপসারণ করতে বাধ্য হন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/00d9da0057ed4c1be7a3923b817dc3c853fd2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ঘটনার পর পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার কাঁধ থেকে গুলিটিকে বের করে আনতে সক্ষম হন। গুলির প্রভাবে মস্তিষ্কের কিছুটা অংশ ফুলে ওঠে তাঁর। এরপর ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি নামক অস্ত্রোপচার করে তারা মালালার খুলির কিছুটা অংশ অপসারণ করতে বাধ্য হন।
7/7
![২০১৪ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর, শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাই ও ভারতীয় সমাজকর্মী কৈলাশ সত্যার্থীকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/2e98ce7a85db9c4894208669764bbb70192b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৪ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর, শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাই ও ভারতীয় সমাজকর্মী কৈলাশ সত্যার্থীকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
Published at : 12 Jul 2022 03:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)