উদয়ন পণ্ডিত তো ফিরবেন না। তাঁর স্মৃতিকেই মনের মণিকোঠায় আগলে রেখেছেন তাঁরা।
2/7
3/7
চল্লিশ বছর আগের কথা। তবু শ্যুটিংয়ের কথা, সৌমিত্রবাবুর কথা আজও মনে আছে স্থানীয়দের।
4/7
হীরক রাজ্য বিখ্যাত ছিল হিরের খনির জন্য। মিশিরডিতে হিরে নেই, আছে পাথর খাদান। শ্যুটিংয়ের ফাঁকে একদিন এখান থেকে অযোধ্যা ঘুরতে যান সৌমিত্র চট্টোপাধ্যায়। সফরসঙ্গী ছিলেন সহ অভিনেতা অনুপ মুখোপাধ্যায়।
5/7
আরসা থানা এলাকার এই গ্রামেই তাঁবু খাটিয়ে দিনের পর দিন চলেছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে-র শ্যুটিং।
6/7
হীরক রাজার দেশে-র শ্যুটিংয়ের জন্য জয়চন্ডী যতটা পরিচিত ততোটা পরিচিত নয় মিশিরডি। তবু এ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে উদয়ন পণ্ডিতের হাজার স্মৃতি।