এক্সপ্লোর
PM Modi Birthday:খুদে যাত্রীর সঙ্গে খুনসুটি থেকে 'সেলফি', জন্মদিনে মেট্রো-সফর প্রধানমন্ত্রীর
Delhi Metro Ride:৭৩তম জন্মদিনে দিল্লির মেট্রো-সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাঁকে কথা বললেন যাত্রী ও মেট্রো কর্মীদের সঙ্গে।

খুদে যাত্রীর সঙ্গে খুনসুটি থেকে 'সেলফি', জন্মদিনে মেট্রো-সফর প্রধানমন্ত্রীর
1/8

প্রধানমন্ত্রীর জন্মদিন মানে কিছু না কিছু 'চমক' থাকবে। এবারও ব্যতিক্রম হল না। ৭৩তম জন্মদিনে মেট্রো-সফর করলেন প্রধানমন্ত্রী মোদি। ফাঁকে কথা বললেন যাত্রী ও মেট্রো কর্মীদের সঙ্গে।
2/8

স্বয়ং প্রধানমন্ত্রীকে, তাঁরই জন্মদিনে হাতের কাছে পেয়ে 'সেলফি' তোলার হিড়িক পড়ে যায় যাত্রীদের মধ্যে।
3/8

রবিবারই দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেসের একটি 'এক্সটেনশন' উদ্বোধন করেছেন তিনি। এর ফল 'দ্বারকা সেক্টর ২১' মেট্রো স্টেশন থেকে 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' নামে একটি নতুন স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেল।
4/8

রবিবার 'ধওলা কুঁয়া' স্টেশন থেকে মেট্রোয় চড়েন প্রধানমন্ত্রী মোদি। পথে এক খুদের সঙ্গে হালকা মেজাজে দেখা যায় তাঁকে।
5/8

এত দিন পর্যন্ত এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের পরিষেবা দ্বারকা সেক্টর ২১ পর্যন্ত চালু ছিল। রবিবার নতুন যে পরিষেবা চালু হল তার ফলে দ্বারকা সেক্টর ২৫-এর বাসিন্দারাও মেট্রোর সুবিধা পাবেন।
6/8

জন্মদিনের এই মেট্রো-সফরে মেট্রোর কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে। যাত্রীদের মধ্যে অনেকেই গান গেয়ে 'হ্যাপি বার্থডে মোদিজি' বলে শুভেচ্ছাও জানান তাঁকে।
7/8

খুদেদের যারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের চকোলেট দেন মোদি।
8/8

প্রসঙ্গত, তাঁর মেট্রো-সফর নতুন কোনও ঘটনা নয়। গত জুন মাসেই যেমন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের ভ্যালেডিক্টরি সেশনে যাওয়ার পথে মেট্রোয় উঠেছিলেন তিনি। তবে জন্মদিনে এমন সফরের বিশেষত্বই আলাদা।
Published at : 17 Sep 2023 10:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
