এক্সপ্লোর
Puri Rathayatya 2024 : কত ধাপ পেরিয়ে রথে ওঠেন জগন্নাথ? রথের রশি আদতে কী জানেন? পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে নানা কাহিনি
Rathayatya 2024 : পহন্ডির পর একে একে রথে তোলা হয় সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথদেবকে। এরপর পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন।

পুরী রথযাত্রা
1/8

রথের দিন মানেই জনসমুদ্র পুরী। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমুদ্রপাড়ের জগন্নাথ ধাম। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয় গোটা শহর।
2/8

নিয়ম মেনে, প্রতিবছর ২২টি সিঁড়ি বা ধাপ বেয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামানো হয়। যাঁকে বলে ‘বৈশি পঁহচা’। গর্ভগৃহ ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রকে তোলা হয় রথে, যা পহন্ডি নামে পরিচিত।
3/8

পহন্ডির পর একে একে রথে তোলা হয় সুদর্শন, বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথদেবকে। এরপর পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন। পুরীর রাজা রথ চলার রাস্তা ঝাঁট দেন সোনার ঝ্যাঁটা দিয়ে।
4/8

রীতি পালনের পর শিঙা ফোঁকা শুরু হয়। বেজে ওঠে কাঁসর-ঘণ্টা। তারপরেই টান পড়ে রথের রশিতে। পুরাণ মতে, যে রশ্মি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্খচূড় নামেন এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়।
5/8

পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই রয়েছে গুণ্ডিচা মন্দির। কথিত আছে, এটিই জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে এই গুণ্ডিচা মন্দিরেই।
6/8

টানা সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকবেন প্রভু জগন্নাথ।
7/8

তারপর আবার তাঁরা ফিরে আসবেন পুরীর শ্রীমন্দিরে। পুরীর রথ মানে আবেগ। লক্ষ লক্ষ ভক্তের কাছে এই দিনটা শুধু একটা পার্বণ নয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস।
8/8

হিন্দু পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ৭ জুলাই সকাল ৪:২৬ থেকে। ৮ জুলাই সকাল ৪:৫৯ এ শেষ হবে তিথি। এমন পরিস্থিতিতে, উদয় তিথি অনুসারে, জগন্নাথ রথযাত্রা হবে ৭ জুলাই । সব ছবি Shree Jagannatha Temple, Puri @JagannathaDhaam এক্স হ্যান্ডেল থেকে
Published at : 15 Jun 2024 08:26 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
