এক্সপ্লোর
Nuclear Battery: আজীবন চার্জ দিতে হবে না ফোনে, ৫০ বছর আয়ু পরমাণুশক্তি সম্পন্ন এই ব্যাটারির
Betavolt Battery: বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় নয়া আবিষ্কার চিনের। ছবি: ফ্রিপিক, ফাইল।
ছবি: ফ্রিপিক, ফাইল।
1/10

ফোন যত দামিই হোক না কেন, ব্যাটারির মেয়াদ কয়েক ঘণ্টাই। তাই সঙ্গে চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরতে হয়। সেই হয়রানির হাত থেকে মুক্তি দেওয়ার রাস্তা বের করে ফেলেছে চিন। ছবি: ফ্রিপিক, ফাইল।
2/10

ধাতব মুদ্রার মতো ছোট পরমাণু ব্যাটারি তৈরি করেছে চিন, যার আয়ু প্রায় ৫০ বছর। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে সেটি। ছাড়পত্র পেলে বাজারে চলে আসবে। ছবি: ফাইল।
Published at : 13 Feb 2024 11:29 PM (IST)
আরও দেখুন






















