এক্সপ্লোর
Tendulkar Visits Jim Corbett National Park: জিম করবেট জাতীয় উদ্যানে তেন্ডুলকর, জঙ্গল সাফারির মনমুগ্ধকর ছবি শেয়ার করলেন প্রকৃতিপ্রেমী সচিন
Sachin Tendulkar: মার্চ মাসের শেষ সপ্তাহে জিম করবেট জাতীয় উদ্যানের সবথেকে জনপ্রিয় ঢিকালা অঞ্চলে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন সচিন।

জিম করবেট জাতীয় উদ্যানে সচিনের সাফারি (ছবি: সচিনের ইনস্টাগ্রাম)
1/8

মার্চের শেষদিকে জিম করবেট জাতীয় উদ্যানের সবথেকে জনপ্রিয় ঢিকালা অঞ্চলে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন সচিন।
2/8

সেই সফরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সচিন।
3/8

সচিন এই সফরে বেঙ্গল টাইগারসহ বেশ কিছু জীবজন্তুর দেখা পান। সেই ভিডিও রয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায়।
4/8

বন্যপ্রাণীদের প্রতি সচিনের প্রেম কারুরই অজানা নয়। তিনি মহারাষ্ট্রের তাডোবা টাইহার রিজার্ভেও অতীতে বহুবার গিয়েছেন। এবার জিম করবেট উদ্যানে সচিনের এই সফরে ফের একবার বন্যপ্রাণীদের প্রতি তাঁর ভালবাসে ধরা পড়ল।
5/8

তবে সচিনদের এই জঙ্গল সাফারি মাঝপথেই থামিয়ে ফিরে আসতে। সৌজন্যে খারাপ আবহাওয়া।
6/8

বৃষ্টির জেরে সাফারি থামলেও অবশ্য সচিন বসে থাকেননি। তিনি নিজে হাতে কর্মরত ফরেস্ট গার্ডদের জন্য পকোড়া বানান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন 'মাস্টার ব্লাস্টার'।
7/8

বর্তমানে সচিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে রয়েছেন। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করছেন।
8/8

তবে চলতি মরশুমটা কিন্তু মুম্বইয়ের জন্য ভাল যায়নি। প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন পল্টনরা। তাই আর দুই ম্যাচ খেলেই এবারের আইপিএল সফর শেষ করবে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি।
Published at : 09 May 2024 07:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
