এক্সপ্লোর
Ravindra Jadeja: এক-দুটি নয়, একেবারে রেকর্ডের হ্যাটট্রিক! আইপিএলে বিরল কীর্তি স্যর জাডেজার
IPL 2024: আইপিএলে এমন একটি কীর্তি গড়লেন জাডেজা, যা আর কারও নেই।

বিরল নজির জাডেজার। - পিটিআই
1/10

তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করবেন। প্রকৃত অর্থেই অলরাউন্ডার।
2/10

বল হাতে দুরন্ত স্পেল করতে পারেন। ভেঙে দিতে পারেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ।
3/10

ব্যাটে বিগহিটার। তিনি ক্রিজে থাকা মানে কোনও প্রতিপক্ষই স্বস্তিতে থাকবে না। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
4/10

ফিল্ডিংয়ে বিশ্বের অন্যতম সেরা। তাঁর পাশ দিয়ে বল গলিয়ে দেবেন, কোন ব্যাটারের সাধ্যি।
5/10

তিনি, স্যর রবীন্দ্র জাডেজা। সোমবার চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়ের সারথি।
6/10

৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট। ম্যাচের রং পাল্টে দেন জাড্ডুই।
7/10

ফিল্ডিং করার সময় দুটি ক্যাচও নিয়েছেন জাডেজা। তাঁকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে।
8/10

আইপিএলে এমন একটি কীর্তি গড়লেন জাডেজা, যা আর কারও নেই।
9/10

প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ব্যাটে এক হাজার রান, বল হাতে একশো উইকেট ও একশো ক্যাচের মালিক হলেন জাডেজা।
10/10

সিএসকে শিবিরের সেরা অস্ত্র স্যর জাডেজাই। ছবি - পিটিআই
Published at : 08 Apr 2024 11:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
