Bankura News: চিন্ময়ী রূপে নয়, ৩৯ বছর ধরে মা কালীরূপে পুজিতা হয়ে আসছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর শাশুড়ি
Bankura Housewife Worship : বাঁকুড়ায় সাঁতরা পরিবারের বড় বউকেই বসানো হয় মা কালীর আসনে, শোনা যায়, পুজোর সময় স্বয়ং মা কালী..
তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার সাঁতরা বাড়ির বড় বৌমা হীরাবালা সাঁতরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার শাশুড়ি পূজিতা হলেন মা কালীর রূপে। প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে এই রীতি।
গলায় রক্ত জবা, কপালে লাল চন্দন এই বেশেই পূজিতা হন মা মুণ্ডমালিনী। হ্যাঁ ঠিক এরকমই দেখতে অভ্যস্ত মায়ের ভক্তরা। কিন্তু এক্ষেত্রে মা কালী কোনও চিন্ময়ী রূপের নন। মা সাক্ষাৎ জীবন্ত। যেখানে মণ্ডপে মণ্ডপে বা বিভিন্ন পারিবারিক পুজোতে দেবী কালীর মূর্তি পুজো করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়া জেলার ইন্দাসের মির্জাপুরে সাঁতরা বাড়িতে মূর্তির পরিবর্তে বড় বউকে কালীর আসনে বসিয়ে পূজিত হতে দেখা গেল। বছরের পর বছর হয়ে আসছে এই আচার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইন্দাসের মির্জাপুরে সাঁতরা পরিবারের কোনও এক পূর্বপুরুষ মূর্তিপুজো না করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরিবর্তে সোনা অথবা অষ্টধাতুর পুজো করার নির্দেশ দেন। কিন্তু ওই সময় আর্থিক সংকটের কারনে তা সম্ভব হয়নি। সেজন্য মানবীকেই দেবী হিসাবে পুজো করা হয়। সেই থেকে আজও পরিবারের বড়ো বউকে পুজো করার নিয়ম চলে আসছে।
পরিবারের বড় বউ হীরাবালা সাঁতরা গত ৩৯ বছর ধরে মা কালীরূপে পুজিতা হয়ে আসছেন। পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়। গলায় রক্তজবার মালা ও কপালে রক্তচন্দনের তিলক আঁকা হয়। শোনা গিয়েছে, পুজোর সময় স্বয়ং মা কালী হীরাবালা দেবীর শরীরে ভর করায় তিনি কার্যত ঘোরের মধ্যে থাকেন। পুরোহিত তাঁকে দেবী রূপে পুজো করেন। আশেপাশের দর্শনার্থীরা জীবন্ত কালীর পুজো দেখতে সাঁতরা বাড়িতে ভিড় জমান।
আরও পড়ুন, দীপাবলির মাঝেই অঘটন, বিধ্বংসী অগ্নিকাণ্ড এবার মালদার কালিয়াচকে !
প্রসঙ্গত, বালুরঘাটে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরের কালী পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হল বালুরঘাট তহবাজার এলাকার বুড়াকালী মাতার মন্দিরের কালী পুজো।এবছর বুড়াকালী মাতার কালী পুজো কমিটির সম্পাদক অমিত মহন্ত ও বুড়াকালী মাতা পূজা সমিতির সম্পাদক গোপাল পোদ্দার জানালেন, এই বছর দীপান্বিতা অমাবস্যার কালীপূজা উপলক্ষ্যে মন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হবে। এবছর সেই পুরোনো রীতি রেওয়াজ মেনেই এবছরও বালুরঘাট বুড়াকালী মাতার পুজো হবে। তবে কাল স্রোতে ও সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে পুজোর নিয়ম রীতির কিছু পরিবর্তিত হয়েছে। শতাব্দী প্রাচীন বুড়াকালী মাতার পুজোকে কেন্দ্র করে দিনের পর দিন ভক্তদের ভীড় আরও বাড়ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।