Subhman Gill: ''ব্যাটিংয়ের থেকে চুলের স্টাইলে মনোযোগ বেশি..'' গিলকে খোঁচা দিয়ে কী বললেন গিলক্রিস্ট?
Adam Gilchrist On Subhman Gill: বর্ডার গাওস্কর ট্রফিতে এবার পাঁচটি ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রান ঝুলিতে পুরেছেন শুভমন গিল। গড় মাত্র ১৮.৬০।
সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটিং লাইন আপ প্রতি ম্য়াচেই নাকানিচোবানি খেয়েছে। নীতীশ রেড্ডি, যশস্বী জয়সওয়াল ছাড়া কোনও ব্যাটারই সেভাবে ধারাবাহিক ভাল পারফর্ম করতে পারেননি। বিরাট কোহলি, রোহিত শর্মা তো চূড়ান্ত ব্যর্থ। আরও যে একজনকে নিয়ে আশা ছিল, সেই শুভমন গিলও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। প্রাক্তন অজি কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট এবার ধেয়ে সমালোচনা করলেন তরুণ ভারতীয় ব্যাটারের। এমনকী খোঁচা দিয়ে গিলি এমনটাও বলেছেন যে গিলের ব্যাটিংয়ের থেকে বেশি মনোযোগ নাকি তাঁর চুলের স্টাইলের দিকে।
বর্ডার গাওস্কর ট্রফিতে এবার পাঁচটি ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রান ঝুলিতে পুরেছেন শুভমন গিল। গড় মাত্র ১৮.৬০। গিলের এমন পারফরম্য়ান্স দেখে এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার বলেন, ''আমি প্রথমে ভেবেছিলাম যে গিলকে দশে তিন দেব। কিন্তু এই মুহূর্তে আমি ওঁকে দশে চার দেব। আমার মনে হয় সেঞ্চুরির পর হেলমেট খুললে সেই চুল দেখতে আরও ভাল লাগবে। তবে আমি বলব চুল নিয়ে বেশি না ভেবে ও যদি নিজের ব্যাটিংয়ে আরও বেশি করে মনোযোগ দেয়, তাহলে ফল আরও ভাল হবে।'' বিদেশের মাটিতে গিলের পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন তুলেছেন গিলক্রিস্ট ও মাইকেল ভনের মত ২ প্রাক্তন।
এদিকে, ফর্মে ফেরার লক্ষ্যে হয়ত রঞ্জি ট্রফিতে খেলতে পারেন শুভমন গিল। ২৩ জানুয়ারি থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় লেগ শুরু করবে পাঞ্জাব। গিল ইতিমধ্যেই সেই ম্যাচে খেলার কথা পাঞ্জাব সংস্থাকে জানিয়ে দিয়েছেন। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় ব্যাটিং লাইন আপ চূড়ান্ত হতাশা করেন। শুভমন গিলের পারফরম্যান্সও ছিল অত্যন্ত হতাশাজনক। মাত্র ১৮.৬০ গড়ে ৯৩ রান করেছিলেন গিল। সর্বোচ্চ স্কোর ৩১। একাধিক ইনিংসে শুরুটা ভাল করেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন তিনি।
এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ায় শুরুটা ভাল করলেও দিন যত এগিয়েছে গিলের পারফরম্যান্স ততই পড়েছে। ২০২১ সালের পর থেকে গিল এশিয়ার বাইরে মাত্র ১৭.৬৪ গড়ে ৩০০ রান করেছেন। ৩৬ রান তাঁর সর্বোচ্চ সংগ্রহ। যেহেতু ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ় ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাটিতে, তাই নিঃসন্দেহে গিলের সামনে নিজের সমালোচকদের ভুল প্রমাণ করার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।