T20 World Cup: নিউ ইয়র্কে ভারতীয় শিবিরে যোগ দিলেন রিঙ্কু, কথা রাখতে পারবেন তো নাইট তারকা?
Rinku Singh: গত ২৬ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জিতে নেয় কেকেআর।
নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। সব দলই পৌঁছে গিয়েছে প্রায়। ওয়ার্ম আপ ম্য়াচও খেলা হচ্ছে। ভারতীয় দলও আগামী ১ জুন নিজেদের একমাত্র ওয়ার্ম আপ ম্য়াচ খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে দলের সঙ্গে যোগ দিলেন আইপিএল জয়ী কেকেআর দলের সদস্য রিঙ্কু সিংহ। গত ২৬ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জিতে নেয় কেকেআর। ট্রফি হাতে নিয়ে, ট্রফি জড়িয়ে ধরে রিঙ্কুর বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেই বলেছিলেন যে এভাবেই বিশ্বকাপ ট্রফিও জিততে চান। এবার সেই লক্ষ্য নিয়েই নিউ ইয়র্কে পা রাখলেন তরুণ বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটার।
১৫ সদস্যের যে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছে, তাতে রিঙ্কু নেই। তিনি রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে থাকবেন। মূল দলের কোনও প্লেয়ার যদি চোটের কারণে ছিটকে যান, তবেই রিঙ্কুকে অন্তর্ভূক্ত করা হবে দলে। এক্ষেত্রে কেকেআর তারকার কাছে কিন্তু নেট সেশন ও প্রস্তুতি ম্য়াচ বেশ গুরুত্বপূর্ণ। রিঙ্কু কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ''আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, সেদিন থেকে অনেক জুনিয়র পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছি। ট্রফি জিতেছি। কিন্তু কোনওদিন কোনও বড় টুর্নামেন্ট জিততে পারিনি। আমি বিশ্বকাপের মঞ্চে খেলতে যাব। আশা রাখি সেখানে জয় ছিনিয়ে আনতে পারব আমরা। আমার স্বপ্ন দেশের হয়ে বড় কোনও ট্রফি জিতি ও তা নিজের হাতে ধরতে পারি যেন।''
Rinku Singh has joined team India for T20 World Cup.🇮🇳🏆
— Cric Scenes (@ImHariom93) May 30, 2024
- He is ready to create history in New York....!!!!🇮🇳🏆 pic.twitter.com/gAMkyetfvR
আইপিএল ট্রফি জয়ের পর রিঙ্কু বলেছিলেন, একটা স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। কিন্তু সেদিনই ম্য়াচের পর সুরেশ রায়না, পার্থিব পটেলের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপও হাতে তুলব আমি। মূল দলে না থাকলেও টিমের সঙ্গেই তো থাকবেন রিঙ্কু। সেই হিসেবে রিঙ্কু চাইবেন মাঠের বাইরে থেকে হলেও যেন দলকে ভরসা জোগাতে পারেন যে কোনওভাবে।
উল্লেখ্য, দেশের জার্সিতে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১১ ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করেছেন। ৮৯ গড়ে ব্যাটিং করেছেন। স্ট্রাইক রেট ১৭৬। কিন্তু গত আইপিএলে একেবারেই আশানুরুপ পারফর্ম করতে পারেননি। অবশ্য সেভাবে সুযোগও মেলেনি রিঙ্কুর ব্যাটিংয়ের। তাই তাঁকে টেক্কা দিয়ে শিবম দুবে ঢুকে পড়েন জাতীয় দলে।