Copa America 2024 QF: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কবে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্তিনা? রইল সূচি
Copa America 2024 Quarter Final Schedules: ভারতীয় সময় অনুযায়ী ৫ জুলাই থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের দ্বৈরথ।
নয়াদিল্লি: ব্রাজিল বনাম কলম্বিয়া (BRA vs COL) ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ২০২৪-র (Copa America 2024) গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ১৬টি দলের মধ্যে আট দল বাতিল হয়ে গিয়েছে। রয়েছে আর আটটি দল। শুরু হচ্ছে শেষ আটের মহারণ। কোপার কোয়ার্টারে কোন দল কার মুখোমুখি হবে? কবে থেকে শুরু হবে শেষ আটের লড়াই? কারাই বা পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে?
গ্রুপ এ-তে নিজেদের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে পৌঁছেছে আর্জেন্তিনা। তাদের পাশাপাশি শেষ আটে জায়গা পাকা করেছে কানাডাও। গ্রুপ বি থেকে মেক্সিকোকে ছিটকে দিয়ে ভেনিজুয়েলা গ্রুপ চ্যাম্পিয়ন এবং ইকুয়েডর দ্বিতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। গ্রুপ সি-তে উরুগুয়ের চ্যাম্পিয়ন হিসাবে পরের রাউন্ডে পৌঁছনোয় কেউই অবাক হবে না। তবে কোপা আমেরিকার প্রথম আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। তাদের বদলে পানামা নিজেদের ইতিহাসে প্রথম কোপা আমেরিকার কোয়ার্টারে পৌঁছল। আজ গ্রুপ ডি-র শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার কথা ছিল। ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কলম্বিয়া ও রানার্স আপ হিসাবে কলম্বিয়া পরের রাউন্ডে পৌঁছল।
কোপা আমরিকার কোয়ার্টার ফাইনালের সূচি:-
- ৫ জুলাই- আর্জেন্তিনা বনাম ইকুয়েডর (সকাল ৬.৩০টা)
- ৬ জুলাই- ভেনিজুয়েলা বনাম কানাডা (সকাল ৬.৩০টা)
- ৭ জুলাই- কলম্বিয়া বনাম পানামা (ভোররাত ৩.৩০টা)
- ৭ জুলাই- উরুগুয়ে বনাম ব্রাজিল (সকাল ৬.৩০টা)
Se vienen los Cuartos de Final de la CONMEBOL Copa América™ ✨ pic.twitter.com/nTf5m7Yh9b
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 3, 2024
কোয়ার্টার ফাইনালে দুই পানামা ও কানাডা, দুই নবাগত দল যেমন রয়েছে, তেমনই আর্জেন্তিনা, উরুগুয়ে, ব্রাজিলের মতো চিরাচরিত বড় দলগুলিও পরবর্তী রাউন্ডে রয়েছে। শেষ আটের চার ম্যাচের মধ্যে অন্তত খাতায় কলমে সবথেকে বড় ম্যাচ দুই প্রাক্তন চ্য়াম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি সাক্ষাৎকার। কোপার সূচি যা, তাতে কিন্তু ফাইনালে ১৫ জুলাই ফের একবার ব্রাজিল বনাম আর্জেন্তিনার লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলম্বিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র, কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে