Olivier Giroud Retirement: ইউরো শেষেই বিশ্বজয়ীর বিদায়, অবসর ঘোষণা ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার
Olivier Giroud: ১৩১ ম্যাচে জাতীয় দলের হয়ে অলিভিয়ের জিহুই এখনও পর্যন্ত সর্বাধিক ৫৭টি গোল করেছেন।
প্যারিস: তাঁর কিলিয়ান এমবাপের মতো গতি নেই, থিয়রি অঁরির মতো টেকনিক্যালি দুরন্ত নন তিনি, আঁতোয়া গ্রিজ়ম্যানের মতো স্কিলও নেই তাঁর। তা সত্ত্বেও ফ্রান্সের (France football team) সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম কিন্তু অলিভিয়ের জিহু (Olivier Giroud)। দেশের জার্সিতে নয় নয় করে ১৩১টি ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু আর নয়। আসন্ন উয়েফা ইউরো (,UEFA Euro 2024) শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ফ্রান্স তারকা।
বয়স ৩৭-র কোটা পার করেছে। এ মরশুম শেষেই ইউরোপও ছাড়ছেন তিনি। এসি মিলানকে বিদায় জানিয়ে ইতিমধ্য়েই লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের হয়ে সই করে ফেলেছেন। এবার আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানানোর নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জিহু। ফরাসি স্ট্রাইকার তরুণদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান তিনি। সম্প্রতি জিহু অবসরের কথা ঘোষণা করে বলেন, 'এটাই লাঁ ব্লাঁর হয়ে আমার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। আমি এই দলকে খুবই মিস করব। তবে তরুণদের জন্যও তো জায়গা ছেড়ে দিতে হবে। জায়গা দখল করে অধিক সময় ধরে খেলে যাওয়ার মানে নেই। সেটা যাতে না হয়, সেই দিকে সবসময় লক্ষ রাখা উচিত। সঠিক সময় খুঁজে তাই সরে দাঁড়ানো উচিত। অন্যদের জায়গা করে দেওয়ার প্রয়োজন।'
View this post on Instagram
ফ্রান্সের হয়ে ২০১৮ সালের বিশ্বজয়ী দলের অংশ ছিলেন জিহু। তবে সেই বিশ্বকাপে স্ট্রাইকারের ভূমিকায় খেলে গোল করা তো দূর, তিনি নিজের একটি শটও তেকাঠির মধ্যে অবধি রাখতে পারেননি। সেই কারণে অনেক কটাক্ষও হজম করতে হয় তাঁকে। তবে ১৩১ ম্যাচে জাতীয় দলের হয়ে তিনিই সর্বাধিক ৫৭টি গোল করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে অবশ্য জিহুর পা থেকে গোল এসেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর গোলেই তো কোয়ার্টার ফাইনাল জিতেছিল ফ্রান্স। তবে ফাইনালে সেইবার তাঁদের স্বপ্নভঙ্গ হয়। এবার ইউরো জয়ের মাঠে নামবেন তারকা স্ট্রাইকার। দিদিয়ের দেশঁর দলে রয়েছেন তিনি। স্বপ্নের মতো এক সফরের শেষটাও জিহু তেমনভাবেই করতে পারেন কি না, সেটাই এবার দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মরশুম শেষেই ইতি, উয়েফা ইউরোর পরেই অবসর নিচ্ছেন টনি ক্রুস