ISL: ঘরের মাঠে বৃহস্পতিবার মহমেডানের প্রতিপক্ষ চেন্নাই, আইএসএলে তৃতীয় জয়ের খোঁজে সাদা কালো ব্রিগেড
Mohammedan SC vs Channaiyin FC: এখন পর্যন্ত যেখানে সাফল্যের ধারাবাহিকতা দেখাতে পারেনি কলকাতার এই দল, তাদের খেলায় দেখা গিয়েছে শুধুই ব্যর্থতার ধারাবাহিকতা, তাই কিছুটা অপেক্ষা তো করতেই হবে।
কলকাতা: ওডিশা এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে পরপর দু’টি ম্যাচে গোলশূন্য ড্র করার পর গত ম্যাচে পয়েন্ট টেবলের দু’নম্বর দলের বিরুদ্ধে জিতে মহমেডান এসসি শিবির আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। এই পরিস্থিতিতে তাদের চেয়ে দু’ধাপ ওপরে থাকা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে সাদা-কালো বাহিনীর তৃতীয় জয় আশা করতেই পারেন সমর্থকেরা।
এখন পর্যন্ত যেখানে সাফল্যের ধারাবাহিকতা দেখাতে পারেনি কলকাতার এই দল, তাদের খেলায় দেখা গিয়েছে শুধুই ব্যর্থতার ধারাবাহিকতা, তাই কিছুটা অপেক্ষা তো করতেই হবে। পরপর দুই ম্যাচে জেতার মতো অবস্থায় তারা সত্যিই এসেছে কি না, সেটাই দেখার। অনেকেরই নিশ্চয়ই মনে আছে, এই চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে নেমে আইএসএলের প্রথম জয়টি অর্জন করেছিল মহমেডান। সে ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ।
সেই জয়ের প্রায় সাড়ে তিন মাস পর, গত শনিবার লিগের দ্বিতীয় জয় পায় মহমেডান। ওডিশা, নর্থইস্ট ইউনাইটেডের মতো প্রচুর গোল দেওয়া দলকে কোনও গোল করতে না দেওয়ার পর সে দিন আরও এক গোল-ক্ষুধার্ত দল বেঙ্গালুরুকেও আটকে তো রাখেই, টানা পাঁচটি ম্যাচে গোলহীন থাকার পর গোলের খারাও কাটায় তারা। ম্যাচের শেষ দিকে বিশ্বমানের এক ফ্রিকিক থেকে সরাসরি জালে বল জড়িয়ে দিয়ে দলকে দুর্দান্ত এক জয় উপহার দেন তাদের উজবেক মিডফিল্ডার মির্জালল কাসিমভ।
এই জয়ই এখন প্রেরণা জোগাচ্ছে গোটা দলকে। তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ এর আগে বলেছিলেন, একবার জয় পাওয়া শুরু করলে তারা আসল ছন্দে ফিরে আসবে। সত্যিই তা সম্ভব কি না, তা বুধবারের ম্যাচেই বোঝা যাবে। মহমেডান কোচ অবশ্য গত ম্যাচে জয়ের কথা ভুলে সামনে দিকে তাকাতে বলছেন তাঁর দলের ফুটবলারদের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''পয়েন্ট পাওয়া সব সময়ই ভাল। কিন্তু আমরা যেমন হারগুলোকে ভুলে গিয়ে এগিয়ে এসেছি, তেমনই সামনের দিকে তাকানোর আগে সেই জয়কেও ভুলে যেতে হবে। চেন্নাইনকে আমরা আগেও হারিয়েছি ঠিকই কিন্তু সে অনেক দিন আগে। তখন পরিস্থিতি অন্য রকম ছিল। এই ম্যাচেও আমরা জিততেই চাই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ওরা খারাপ দল নয়। ওদের একজন অভিজ্ঞ কোচ আছেন। একবার লিগ খেতাবও জিতেছেন তিনি। ওরা গতিময় ফুটবল খেলে, পায়ে বেশিক্ষণ বল রাখে না। লড়াকু দলটা। ওদের বিরুদ্ধে আমাদের নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।'' তথ্য সংগ্রহ: আইএসএল