IPL 2023: বাংলার আর এক ক্রিকেটারের জন্য় খুলছে আইপিএলের দরজা? অপেক্ষায় ময়দান
Delhi Capitals: দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ঈশানকে ভাল করেই চেনেন।
কলকাতা: আইপিএলে (IPL) কি বাংলার ক্রিকেটারদের হতাশার মরুভূমে ফের এক মরুদ্যানের সন্ধান মিলবে?
এখনই হয়তো জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে ফের এক বাংলার ক্রিকেটারের সামনে আইপিএলের দরজা খুলতে পারে। দিল্লি ক্যাপিটালসে ট্রায়াল দেওয়ার জন্য রাজধানীর উদ্দেশে উড়ে গেলেন বাংলার পেসার ঈশান পোড়েল (Ishan Porel)। যিনি এই মরসুমে আইপিএলে কোনও দল পাননি।
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ঈশানকে ভাল করেই চেনেন। আইপিএলের আগে কলকাতায় তিনটি প্রস্তুতি শিবির হয়েছিল। সেখানেই ট্রায়াল নেওয়ার সময় অভিষেক পোড়েলকে দেখেছিলেন সৌরভ। ঋষভ পন্থের অনুপস্থিতিতে একজন উইকেটকিপার খুঁজছিল দিল্লি। সেই জায়গার জন্য বাংলার উইকেটকিপারকে নেওয়ার চেষ্টা করেছিলেন সৌরভ। পরে দিল্লি যান অভিষেক। সেখানেও ট্রায়াল দেন। ঋষভ পন্থের পরিবর্তে দলে নেওয়া হয় বাংলার তরুণ উইকেটরক্ষককে।
আইপিএলে টানা চার ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। তবে উইকেটের সামনে এবং পিছনে নিজেকে প্রমাণ করে চলেছেন অভিষেক। তার ফাঁকেই দিল্লি গেলেন ঈশান। শোনা গেল, দিল্লি ক্যাপিটালসে ট্রায়াল দেবেন তিনি। ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, কোচ রিকি পন্টিং-সহ দলের সাপোর্ট স্টাফদের পছন্দ হলে আইপিএলে আরও এক বাঙালির সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
View this post on Instagram
দিল্লি ক্যাপিটালস দলে অভিষেক ছাড়াও বাংলার পেসার মুকেশ কুমার রয়েছেন। ঈশান দলে অন্তর্ভুক্ত হলে দিল্লি দলে বাংলার তৃতীয় ক্রিকেটার হবেন। ২৪ বছরের ঈশান এর আগে পাঞ্জাব কিংস দলে ছিলেন। ২০২১ সালে একটি ম্যাচ খেলেছিলেন তিনি আইপিএলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯টি ম্যাচ খেলেছেন ঈশান। ১০৮টি উইকেট নিয়েছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ৩০টি ম্যাচে ৪৭টি উইকেট রয়েছে তাঁর।