Mohammed Shami: রক্তদাতাদের সার্টিফিকেটে সই করবেন শামি, মাঠে ফিরবেন কবে?
CAB Foundation Day: ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে শামি। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। যে খবর প্রথম জানিয়েছিল এবিপি আনন্দ।
কলকাতা: ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ - ক্রিকেট গ্রহের কিংবদন্তিরা ফি বছর সিএবি-র প্রতিষ্ঠা দিবসে আয়োজিত রক্তদান শিবিরে সার্টিফিকেটে সই করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। বাংলার হয়ে খেলেই যাঁর উত্থান। বিশ্বকাপের সেরা বোলার। অর্জুন পুরস্কারও জিতেছেন ডানহাতি পেসার।
আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার সিএবি-র (CAB) প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে এবার রক্তদাতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সই সম্বলিত সার্টিফিকেট।
তবে ক্রিকেটপ্রেমীরা যে প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে রয়েছেন, সেটি হল, মাঠে কবে ফিরবেন মহম্মদ শামি? ফের কবে বল হাতে দেখা যাবে তাঁর ভেল্কি?
ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে শামি। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। যে খবর প্রথম জানিয়েছিল এবিপি আনন্দ। তারপর থেকেই চিকিৎসা চলছে ডানহাতি পেসারের। এখনও ফিট হননি তিনি।
২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। নভেম্বর মাস থেকে তিনি মাঠের বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে দলে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু সম্পূর্ণ ফিট হননি তিনি।
মাঝে অর্জুন পুরস্কার নেওয়ার দিন দেখা গিয়েছিল শামিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন। তারপর হায়দরাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। শামি জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা সঠিক পথেই এগোচ্ছে। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রত্যাবর্তন ঘটাতে পারেননি। সেই থেকে এনসিএ-তে রয়েছেন শামি। সেখানেই চলছে তাঁর ফিরে আসার লড়াই। শামির রিহ্যাবিলিটেশন পদ্ধতি পুরোটাই তত্ত্বাবধান করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসক দল। পেসারের দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তাঁরা।
May the pride of being Indian fill your heart with joy and gratitude. Happy Republic Day to you and your family. 🇮🇳#republicday #shami #mdshami #mdshami11 pic.twitter.com/LP1HufvVYR
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) January 26, 2024
আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে