![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AUS vs SA: গ্যালারির দাবি মেনে শ্রীবল্লির তালে নাচ, ইডেন-দর্শকদের মন জিতলেন ওয়ার্নার
ODI World Cup: ভারতের মাটিতে খেলা থাকলেই বিভিন্ন গানের তালে মাঠেই পা মেলান ওয়ার্নার। যে তালিকায় নবতম সংযোজন শ্রীবল্লি। পুষ্পা, দ্য রাইজিং সিনেমার প্রবল জনপ্রিয় গান।
![AUS vs SA: গ্যালারির দাবি মেনে শ্রীবল্লির তালে নাচ, ইডেন-দর্শকদের মন জিতলেন ওয়ার্নার ODI World Cup: David Warner's dance moves to 'Srivalli' song from 'Pushpa' steal the spotlight during Australia vs S Africa match at Eden Gardens AUS vs SA: গ্যালারির দাবি মেনে শ্রীবল্লির তালে নাচ, ইডেন-দর্শকদের মন জিতলেন ওয়ার্নার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/16/74d682d649cee4d70bbcb09e1327d699170014540608850_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁকে ফলো করলে ভারত-প্রীতির ছবি দেখতে পাবেন যে কেউই। বলিউডের হোক বা দক্ষিণী কোনও সিনেমা, গান জনপ্রিয় হওয়া মানেই তার তালে তিনি পা মিলিয়ে রিল বানাবেন। কখনও সখনও তাঁর সঙ্গে যোগ দেন স্ত্রী ক্যান্ডিস ও সন্তানেরাও।
তিনি, ডেভিড ওয়ার্নার (David Warner)। ভারত যাঁর অন্যতম পছন্দের জায়গা। অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। নিজামের শহরে দীর্ঘ সময় কাটিয়েছেন। দক্ষিণ ভারতীয় সিনেমাও তাঁর পছন্দের। অল্লু অর্জুন কে, চোখ বন্ধ করে দিয়ে বলে দিতে পারবেন। এমনকী, পুষ্পা রাজ, ঝুঁকেগা নহী শালা-র মতো জনপ্রিয় সংলাপও বলে দেন গড়গড় করে।
আর ভারতের মাটিতে খেলা থাকলেই বিভিন্ন গানের তালে পা মেলান মাঠেই। যে তালিকায় নবতম সংযোজন শ্রীবল্লি। পুষ্পা, দ্য রাইজিং সিনেমার প্রবল জনপ্রিয় গান। আর সিনেমায় সেই গানে যেভাবে নেচেছিলেন অল্লু অর্জুন, হুবহু সেভাবেই নাচতে পারেন ওয়ার্নারও। যেন পেশাগতভাবেই নাচেন তিনি।
বৃহস্পতিবার যে দৃশ্যের সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ক্রিকেটের নন্দনকাননে একটা সময় গ্যালারির দাবি মেনে চার-ছক্কা হাঁকিয়েছেন একনাথ সোলকাররা। যে কাহিনি ভারতীয় ক্রিকেটে রূপকথার মতো হয়ে রয়েছে। এদিন গ্যালারির আব্দারে নাচলেন ওয়ার্নার। জিতে নিলেন সকলের মন।
দক্ষিণ আফ্রিকার তখন ব্যাটিং চলছে। শুরুতেই চার উইকেট হারিয়ে প্রবল চাপে প্রোটিয়ারা। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে যাওয়ার সুযোগ ক্রমশ ক্ষীণ হচ্ছে তেম্বা বাভুমাদের। মাঠে বেশ খোশমেজাজেই ছিলেন ওয়ার্নার। ডিপ মিড উইকেটে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন তিনি। তখনই মাঠের ডিজে বাজিয়ে দিলেন, 'তেরি ঝলক অশরফি, শ্রীবল্লি...' সঙ্গে সঙ্গে গ্যালারির গর্জন। টিভি ক্যামেরাও ধরল ওয়ার্নারকে। শুরুতে কিছুক্ষণ মাঠের আবহ উপভোগ করলেন ওয়ার্নার। তারপরই নাচতে শুরু করলেন। বিখ্যাত সেই স্টেপ। পা টেনে টেনে কয়েক কদম গিয়ে হোঁচট খাওয়া। তারপর ফের উল্টো দিকে পা টেনে টেনে যাওয়া। গ্যালারির শব্দব্রহ্মে তখন কান পাতা দায়।
পরে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৯ রানের সংক্ষিপ্ত, কিন্তু ঝোড়ো ইনিংস খেললেন ওয়ার্নার। ইডেন জনতাও অজ়ি ওপেনারকে ভরিয়ে দিল ভালবাসায়...
আরও পড়ুন: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)