(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের অবস্থানে BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল, তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়কের উদ্দেশে গো ব্যাক স্লোগান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের
আন্দোলনে রাজনীতির রং লাগাতে দেওয়া হবে না বলে দাবি জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে নয়, যাচ্ছিলেন দলীয় কার্যালয়ে, দাবি অগ্নিমিত্রার।
এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, ক্যান্সার আক্রান্ত রোগিণীকে মৃত ঘোষণার পর, জুনিয়র চিকিৎসকরা দেহের ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় তারা। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে রাত ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হাসপাতালে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষপর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবস্থান তুলে নেন জুনিয়র চিকিৎসকরা। আজ তাঁদের সঙ্গে বৈঠকে বসছে হাসপাতাল কর্তৃপক্ষ।