(Source: ECI/ABP News/ABP Majha)
Maniktala Bypoll Result: 'অন্য দলের থেকে বেশি ভোটে জিতব', মানিকতলায় জয়লাভে আত্মবিশ্বাসী সুপ্তি পাণ্ডে
আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা hocche রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে।
সাধন পাণ্ডের ছায়ায় নয়, নিজের জায়গা তৈরি করতে চেয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, ভোট গণনা শেষের আগেই মন্তব্য মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের। ভোটের প্রচারে মায়ের পাশে দেখা না গেলেও, ভোট গণনার দিন কাউন্টিং সেন্টারে হাজির ছিলেন সুপ্তির মেয়ে শ্রেয়া পাণ্ডে। আমার মেয়ে গত ৩ বছরে এলাকায় যা কাজ করেছে, তা আর কেউ করেনি। ওর স্বপ্ন দেখা অন্যায় নয়। পরে প্রমাণ হবে ও কী করেছে, বিধানসভা উপনির্বাচনে মেয়ের টিকিট না পাওয়া নিয়ে মন্তব্য তৃণমূল প্রার্থীর। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবের জন্য খারাপ লাগে, প্রতিবার ভোটে দাঁড়িয়ে হেরে যান, কটাক্ষ করেন সুপ্তি। সন্ত্রাসের অভিযোগে ভোট গণনার দিনও পুনর্নির্বাচন চাইলেন বিজেপি প্রার্থী।