Stock Market High: ব্যাঙ্কিং, আইটি স্টকে গতি, ৮০ হাজার পেরিয়ে ছুটছে বাজার- কোন কোন স্টক নজরে আজ ?
Stocks To Watch: গতবছর ডিসেম্বর মাসে ৭০ হাজার পয়েন্ট ছুঁয়েছিল সেনসেক্স, তারপর ২০২৪-এর জুলাই মাস পড়তেই চলে যায় ৮০ হাজারে। অর্থাৎ প্রায় ১০ হাজার পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
Stocks To Watch: বৈশ্বিক বাজারের উত্থানের সবুজ সঙ্কেতের প্রভাবে ভারতের শেয়ার বাজারেও উত্থান লক্ষ্য করা গিয়েছে আজ। আজ ৪ জুলাই বৃহস্পতিবার এই নিয়ে দ্বিতীয়বার বাজার (Stock Market Opening) খোলার সময়েই লাফ দিয়েছে সেনসেক্স, নিফটি। আগের দিনই রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল বাজার। তারপর আজ সকালেও সেই লাফ বজায় (Stock Market High) থেকেছে এবং কালকের ক্লোজিং থেকেও সকালে বাজার খোলার পরেই ২০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল সেনসেক্স।
আজ সকাল ৯টা ২৫ নাগাদ বাজারে সেনসেক্স (Sensex Today) ২২৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮০,২১০ পয়েন্টে এবং নিফটি সেখানে ৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,৩৫০ পয়েন্টে ট্রেড করছে।
আজ বাজার খোলার আগেই প্রি-ওপেন মার্কেটে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩৩৫ পয়েন্ট বেড়েছে এবং ৮০,৩২০ পয়েন্ট অতিক্রম করেছিল। অন্যদিকে নিফটি ৫০ ৮৫ পয়েন্ট বেড়ে ২৪,৩৭০ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। গিফট সিটিতে আজ বাজার খোলার আগেই নিফটি ফিউচারসে ৯৫ পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছিল। শক্তিশালী গতি নিয়ে আজ খুলেছে বাজার।
গতবছর ডিসেম্বর মাসে ৭০ হাজার পয়েন্ট ছুঁয়েছিল সেনসেক্স, তারপর ২০২৪-এর জুলাই মাস পড়তেই চলে যায় ৮০ হাজারে। অর্থাৎ প্রায় ১০ হাজার পয়েন্ট বেড়েছে সেনসেক্স। ইতিমধ্যে মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে এই ধয়ারণা বিশ্বের বাজারেও উত্থান দেখা গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, এর ফলে এই অবসরে ভারতের বাজারেও বিদেশি বিনিয়োগ বেড়েছে। গতকাল প্রথম সেনসেক্স ঐতিহাসিক ৮০ হাজারের স্তরে পৌঁছে রেকর্ড গড়ে। গতকাল বাজার বন্ধের সময় যদিও তা ৮০ হাজারের নিচে নেমে আসে। আজ আবার বাড়তে শুরু করেছে বাজার।
আজকের বাজারে ব্যাঙ্কিং ও ফিনান্স, আইটি সেক্টরের স্টকগুলিতে গতি নজরে এসেছে। টাটা মোটরস, আইসিআইসিআই ব্যাঙ্ক, টিসিএস, ইনফোসিসের শেয়ারের দাম সকাল থেকে বাড়ছে। এছাড়াও আজকের বাজারে গতি দেখা গিয়েছে এইচসিএল টেকনোলজিস, এনটিপিসি, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, টেক মহিন্দ্রা ইত্যাদি শেয়ারে। তবে আজ বৃহস্পতিবারের বাজারে হিন্দুস্তান ইউনিলিভার, নেসলের মত এফএমসিজি স্টকে পতন লক্ষ্য করা যাচ্ছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Govt Bond: ২৮ হাজার কোটির বন্ড বিক্রি করবে সরকার, কবে হবে নিলাম ? বিনিয়োগ করতে পারবেন ?