Kunal Ghosh : "নেতাজী সুভাষচন্দ্র যা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন" ! নেত্রীর প্রশংসায় কী বললেন কুণাল
নেত্রীকে কুর্নিশ জানাতে গিয়ে সংসদীয় রাজনীতিতে সাফল্যের নিরিখে তাঁকে নেতাজী সুভাষচন্দ্র বসুর থেকেও একধাপ ওপরে রাখলেন কুণাল ঘোষ।
অর্ণব মুখোপাধ্য়ায়, সত্যজিৎ বৈদ্য ও ঋত্বিক প্রধান, কলকাতা : ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বহিষ্কার করে কংগ্রেস। ২২ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্য়া নতুন দল তৈরির কথা ঘোষণা করেন। তাঁর হাত ধরে তৃণমূলের আত্মপ্রকাশ ঘটে ১৯৯৮ সালের ১ জানুয়ারি। সেই তৃণমূল কংগ্রেস ২০১১ সালে আসে ক্ষমতায় । তারপর থেকে বিধানসভা ভোটে সাফল্যের হ্যাটট্রিক গড়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যান্য ভোটেও লাগাতার সফল তৃণমূল। এবার নেত্রীকে কুর্নিশ জানাতে গিয়ে সংসদীয় রাজনীতিতে সাফল্যের নিরিখে তাঁকে নেতাজী সুভাষচন্দ্র বসুর থেকেও একধাপ ওপরে রাখলেন কুণাল ঘোষ।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, 'নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী। স্বাধীনতা সংগ্রামী। তিনি নেতাজি। কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্য়ায়। দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে, বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনও নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়।'
আরও পড়ুন : সরকারি স্কুলের শিক্ষকদের অবসর এবার ৬৫ তে ? সোশ্যাল মিডিয়ায় সত্যিটা জানালেন শিক্ষামন্ত্রী
১৯৯৭ সালে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। শনিবার একটি অনুষ্ঠানে তা নিয়েই আক্ষেপের সুর শোনা যায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার নির্দেশ আসে জাতীয় নেতৃত্বের কাছ থেকে। সেই দিনটার কথা মনে করে প্রদীপ ভট্টাচার্য বলেন, 'আমি সোমেনকে বলেছিলাম, তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের ওপরে এমন চাপ তৈরি হয়েছিল, যে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্যই কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাদ থেকে আমরা কখন, কীভাবে উঠে আসব।'
প্রদীপ ভট্টাচার্যর এই মন্তব্যকে সমর্থন জানিয়ে কুণাল ঘোষ বলেন, 'প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন' । যদিও প্রদীপ ভট্টাচার্যের এই বক্তব্যের সঙ্গে একদমই সহমত হননি কট্টর মমতা বন্দ্যোপাধ্য়ায় বিরোধী বলে পরিচিত অধীর চৌধুরী। তবে কুণালের 'নেতাজি' মন্তব্য চর্চায় তুঙ্গে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে পক্ষে - বিপক্ষে মন্তব্যে।
আরও পড়ুন : চিনে বাড়বাড়ন্তের মাঝেই, ভারতে প্রথম HMPV আক্রান্ত ৮ মাসের শিশু