Tollywood News Update: পরিচালক বিদুলা ভট্টাচার্যর কাজে কোনওরকম বাধা দান করতে পারবে না ফেডারেশন, রায় দিল আদালত
Tollywood Update: ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন, বিদুলা ভট্টাচার্য

কলকাতা: ফেডারেশনের আইন তাঁকে কাজ করতে দিচ্ছে না, ছবি পরিচালনা করতে দিচ্ছে না, এই অভিযোগ জানিয়ে রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বাধীন পরিচালক বিদুলা ভট্টাচাৰ্য। দায়ের করেছিলেন মামলা। আজ সেই মামলা আদাবতে ওঠার কথা ছিল। আর সেই মামলাতেই কড়া রায় দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। পরিচালক বিদুলা ভট্টাচার্যর কাজে কোনওরকম বাধা দান করতে পারবে না ফেডারেশন, নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ।
ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন, বিদুলা ভট্টাচার্য। একসময়ে তিনি কাজ করতেন রাজ চক্রবর্তীর সহাকারী পরিচালক হিসেবে। তবে এখন তিনি স্বাধীনভাবেই কাজ করেন। কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য, এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, অভিযোগ ছিল মামলায়। এই মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল।
পরিচালক বিদুলার প্রথম বড় ছবি 'প্রেম আমার ২'। প্রযোজক ছিলেন রাজ চক্রবর্তী। ছোট পর্দায় ছবি পরিচালনা দিয়েই তাঁর হাতেখড়ি। ঠিক কী হয়েছিল পরিচালকের সঙ্গে? বিদুলা জানিয়েছেন, ফেডারেশনের নিয়মের কারণে তাঁদের কাজ করতে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে স্বাধীন পরিচালক যাঁরা, তাঁদের খুবই সমস্যা হচ্ছে। ছোট, স্বাধীন পরিচালক যাঁরা, তাঁরা অনেক কষ্টে প্রযোজক জোগাড় করেন বলেই জানিয়েছেন বিদুলা। কিন্তু ফেডারেশনের নিয়মের ধাক্কায় সে প্রযোজকদের পর্যন্ত কাজ করতে সমস্যা হয়। সারা দেশে স্বাধীন পরিচালকেরা স্বাধীনভাবেই কাজ করেন। সেটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বাংলায় যা হয় না, এমনটাই ক্ষোভ বিদুলার। তাঁর আরও ক্ষোভ, জাতীয় ফেডারেশনের কথাও বাংলার ফেডারেশন শোনে না। তাঁরা ইচ্ছে মতো নিয়ম তৈরি করে ও নিয়ম ভাঙে।
বিদুলা জানিয়েছেন, ফেডারেশনের জন্যই কেউ বাংলায় কাজ করতে চাইছেন না। বাংলায় সেই কারণে লগ্নি ভীষণ কম। টলিউডের অবস্থা তাই এত খারাপ। পরিচালক গিল্ড ভাগাভাগি হয়েছে। সদস্য কার্ড এবং শংসাপত্র না পাওয়ার ফলে সমান্তরাল ভাবে এক ঝাঁক পরিচালক, টেকনিশিয়ান উঠে আসছেন। এঁরা গিল্ড, ফেডারেশন, কোনওটারই আওতাভুক্ত নন। এঁরা কিন্তু আগামীতে স্বাধীন ভাবেই কাজ করবেন। ২০২৫ সালের শেষের দিকে টলিউডের অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা বিদুলার। তবে আজকে কোর্টের রায়ে খুশি বিদুলা। তাঁর মতে, ছোট হলেও এই পদক্ষেপ ইতিবাচক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
