Rashmika-Vicky: পায়ে গুরুতর চোট, হাঁটতে পারছেন না রশ্মিকা! দেখেই ভিকি যে কাজটি করলেন...
Vicky Kaushal and Rashmika Mandhana: 'ছাবা'-র মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। আর এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

কলকাতা: কয়েক সপ্তাহ আগেই জানা গিয়েছিল, পায়ে চোট লেগেছে অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandhana)। বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। তবে কাজ বড় বালাই। পায়ে চোট নিয়েই আজ রশ্মিকা মন্দানা হুইলচেয়ারে করে পৌঁছে গেলেন বিমানবন্দরে। আর সেখান থেকেই তিনি পৌঁছে গেলেন তাঁর আগামী ছবি 'ছাবা'-র ট্রেলার লঞ্চে। তবে পায়ে চোটের কারণে, এক পায়ে লাফিয়ে লাফিয়েই হাঁটতে হল তাঁকে। আর সেখানে এমন কী করলেন ভিকি কৌশল (Vicky Kaushal) যে সবার নজর গেল তাঁর দিকে?
'ছাবা'-র মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। আর এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। আজ ছিল এই ছবির ট্রেলার লঞ্চ। আর সেখানেই একটি লাল আনারকলি পোশাক পরে অনুষ্ঠানে যোগ দিতে আসেন রশ্মিকা। তবে তাঁর পায়ে চোট। ফলে তিনি লাফাচ্ছিলেন। তিনি হুইলচেয়ারে করেই এসেছিলেন বিমানবন্দরে। ভিকি যখন দেখে রশ্মিকা মন্দানার হাঁটছে রীতিমতো কষ্ট হচ্ছে, তিনি নিজেই এগিয়ে আসেন। ভিকি পরেছিলেন একটি সাদা শেরওয়ানি। মঞ্চে ওঠার কয়েক ধাপ সিঁড়ি ছিল। ভিকি হাত বাড়িয়ে দেন রশ্মিকার দিকে। রশ্মিকা তাঁর হাত ধরেই মঞ্চের সিঁড়ি দিয়ে উঠে আসেন। এরপরে 'ছাবা'- পাগড়িতে ফুল দেন তিনি। ভিকি গোটা সময়টা তাঁর হাত ধরে তাঁকে হাঁটতে সাহায্য করেন। রশ্মিকা যখন পাগড়িতে ফুল দিচ্ছিলেন, তখন ভিকি দাঁড়িয়ে থাকেন রশ্মিকার পাশেই। এরপরে ভিকি রশ্মিকার হাত ধরে নিয়ে এসে তাঁকে একটি চেয়ারে বসিয়ে দেন। রশ্মিকার হাঁটতে কষ্ট হলেও তাঁর মুখে কষ্টের চিহ্নমাত্র নেই। সবসময়েই তাঁর মুখে লেগে ছিল হাসি।
পায়ে চোট লাগার খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা লিখেছিলেন, 'হ্যাঁ.. আমার জন্য মনে হচ্ছে এটাই হ্যাপি নিউ ইয়ার! জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি। এবার আমি খালি সুস্থ হওয়ার আশা করছি। জানি না কয়েকটা সপ্তাহ লাগবে নাকি কয়েকটা মাস লাগবে। জানি না কবে আমার 'থামা', 'সিকন্দর' আর 'কুবেরা'-র শ্যুটিং ফ্লোরে ফিরতে পারব। আমার সমস্ত পরিচালকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনর্থক দেরিটা হওয়ার জন্য। আমার পা-টা একটু ঠিক হয়ে গেলেই, অন্তত একটু চলার মতো হলেই আমি আবার শ্যুটিং ফ্লোরে ফিরব কথা দিচ্ছি। আর এর মধ্যে যদি আপনাদের আমায় দরকার হয়, তাহলে আমায় দেখতে পাবেন, এক কোণে আমি খরগোশের মতো লাফাচ্ছি। কারণ আমি এখন সেই ওয়ার্কআউটটাই করছি।'
আরও পড়ুন: Iman Chakraborty: 'অনেক কষ্ট নিয়ে... বাধ্য হচ্ছি', প্রিয় কাজ নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন ইমন চক্রবর্তী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
