এক্সপ্লোর
LIC IPO Draft Paper: কবে আসছে LIC IPO ? কতদূর এগোল কাজ ?
LIC IPO
1/7

LIC IPO Update: সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই Life Insurance Corporation of India (LIC) IPO-র খসড়া তৈরি হতে পারে। রিপোর্ট বলছে, ইতিমধ্যেই কোম্পানির আইপিওর খসড়ার (LIC IPO Draft) প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থার আধিকারিকরা। জানুয়ারির তৃতীয় সপ্তাহেই শেয়ার বাজার নিয়ন্ত্রক (SEBI)-র কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে সেই ড্রাফট।
2/7

LIC IPO Issue Time: কোম্পানির এই শেয়ার বিক্রির বিষয়ে আগেই নিশ্চিত করেছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২ অর্থবর্ষের মধ্যে LIC IPO বাজারে আনা হবে। সম্প্রতি LIC IPO আসার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই খবরের কোনও ভিত্তি নেই বলেই পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, নির্ধারিত সময়েই আসবে LIC IPO।
Published at : 16 Jan 2022 01:31 AM (IST)
আরও দেখুন






















