এক্সপ্লোর
IAS Success Story: মায়ের সঙ্গে চুড়ি বেচে পড়াশোনা, কঠিন লড়াই জিতেই সফল আইএএস রমেশ
IAS Ramesh Gholap: শোলাপুরের মহাগাঁও গ্রামের একটি স্কুলেই পড়াশোনা শুরু হয়েছিল রমেশের। দ্বাদশের পরীক্ষার আগেই মারা যান তাঁর বাবা। চুড়ি বিক্রি করে সংসার চলত তাঁদের। এভাবেই কঠিন শ্রমে IAS হন রমেশ।

ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক থেকে
1/10

মহারাষ্ট্রের শোলাপুরে জন্ম ও বেড়ে ওঠা রমেশের। তাঁর বাবা সাইকেল সারাই করতেন। কিন্তু তাতে সংসার চলত না সেভাবে। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
2/10

আর তাই একসময় পড়াশোনার খরচ জোগাতে মায়ের সঙ্গে চুড়ি বিক্রিও করতে হয়েছে রমেশকে। তবুও অদম্য জেদে ইউপিএসসি জয় করেন রমেশ ঘোলাপ। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
3/10

শোলাপুরের মহাগাঁও গ্রামের একটি স্কুলেই পড়াশোনা শুরু হয়েছিল রমেশের। দ্বাদশের পরীক্ষার আগেই মারা যান তাঁর বাবা। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
4/10

বাবাকে দেখতে আসার জন্য টাকাও ছিল না রমেশের কাছে। সৎকার করার জন্য প্রতিবেশিদের থেকে টাকা ধার করে বাড়ি ফেরেন রমেশ। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
5/10

দ্বাদশের পরীক্ষায় ভাল ফল করে স্নাতক উত্তীর্ণ হন তিনি। ২০০৯ সালে শিক্ষকতা শুরু করেন একটি ছোট স্কুলে। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
6/10

তাঁর ছোটবেলার স্বপ্ন ছিল গ্রামের তহশিলদার হবেন। আর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে পুনেতে এসে শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
7/10

হস্টেলে থাকা খাওয়ার খরচ জোটাতে পড়ার ফাঁকে পোস্টার বানাতে হত রমেশকে। আর ছিল সামান্য কিছু স্কলারশিপের টাকা। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
8/10

২০১০ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন রমেশ ঘোলাপ। কিন্তু সেবারে ভাল ফল হয়নি তাঁর। তবে থেমে যাননি। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
9/10

আবার মনোবল জুগিয়ে নতুন উদ্যমে শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি এবং দ্বিতীয়বারের পরীক্ষায় সারা দেশে ২৮৭ র্যাঙ্ক অর্জন করেন রমেশ ঘোলাপ। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
10/10

এভাবেই কঠিন লড়াইয়ে আইএএস হয়ে ওঠেন রমেশ ঘোলাপ। আইএএস রমেশ ঘোলাপ এখন ঝাড়খন্ডের কোডার্মা জেলার ডেপুটি কমিশনার পদে কর্মরত। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
Published at : 15 May 2024 03:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
