এক্সপ্লোর
IAS Success Story: মায়ের সঙ্গে চুড়ি বেচে পড়াশোনা, কঠিন লড়াই জিতেই সফল আইএএস রমেশ
IAS Ramesh Gholap: শোলাপুরের মহাগাঁও গ্রামের একটি স্কুলেই পড়াশোনা শুরু হয়েছিল রমেশের। দ্বাদশের পরীক্ষার আগেই মারা যান তাঁর বাবা। চুড়ি বিক্রি করে সংসার চলত তাঁদের। এভাবেই কঠিন শ্রমে IAS হন রমেশ।
ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক থেকে
1/10

মহারাষ্ট্রের শোলাপুরে জন্ম ও বেড়ে ওঠা রমেশের। তাঁর বাবা সাইকেল সারাই করতেন। কিন্তু তাতে সংসার চলত না সেভাবে। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
2/10

আর তাই একসময় পড়াশোনার খরচ জোগাতে মায়ের সঙ্গে চুড়ি বিক্রিও করতে হয়েছে রমেশকে। তবুও অদম্য জেদে ইউপিএসসি জয় করেন রমেশ ঘোলাপ। ছবি- রমেশ ঘোলাপের ফেসবুক
Published at : 15 May 2024 03:23 PM (IST)
আরও দেখুন






















