এক্সপ্লোর
HS Physics Exam Tips : পদার্থবিদ্যায় ভাল স্কোর করার ১০ টি সহজ ট্রিকস অ্যান্ড টিপস

পদার্থবিদ্যায় ভাল স্কোর করার ১০ টি সহজ ট্রিকস অ্যান্ড টিপস
1/10

পদার্থবিদ্যা অর্থাৎ Physics নিয়ে অনেককেই চিন্তায় থাকে । কিন্তু কতগুলি উপায় অবলম্বন করলে সহজেই উতরানো যায় ।
2/10

শুধু পড়াশোনা নয়, মাথায় রাখতে হবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার বিষয়টিও। বিস্তারিত জানাচ্ছেন, সোমনাথ গুপ্ত (Assistant Teacher), হাতগোবিন্দপুর এম সি হাই স্কুল, পূর্ব বর্ধমান।
3/10

মনে রাখতে হবে, সিলেবাসটি পুরোপুরি ঝালাই করতে হবে। শুধুই সাজেশন নির্ভর পড়া নয়। Reduced সিলেবাসকে পুরোপুরি জানা। বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধাঁচ ফলো করতে হবে।
4/10

আর মাত্র কয়েক দিনই তো বাকি। অনুশীলন নিশ্চয়ই শেষ পর্যায়ে। তবু মনে রাখতে হবে, যেগুলি বেশি কঠিন মনে হবে সেগুলি বারবার অনুশীলন করতে হবে। ঘড়ি দেখে ৭০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে।
5/10

এবার Unit অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলি বারবার করে ঝালিয়ে নিতে হবে। প্রবলেম সলভ নিজে হাতে বারবার করতে হবে। শুধু খাতা দেখে রিভাইস নয় !
6/10

Unit এর Objective question গুলি শুধুমাত্র উত্তর করলেই চলবে না। অর্থাৎ key answer জানারপাশাপাশি distractor গুলি কোন Question এর Answer হতে পারে সেগুলো যথাযথ জানতে হবে।
7/10

কোনও উত্তর লিখে ভুল লিখেছ মনে করলে পুরো উত্তরটি না কেটে পুনরায় সঠিকভাবে Answerদিলে ভাল হয়। এক্ষেত্রে পূর্বের উত্তর ঠিকহলে অনেক সময় সেই নম্বরটি গ্রাহ্য হয়।
8/10

অপেক্ষাকৃত সহজ Question-Answer প্রথমেই করা ভাল। Question গুলির দাগ নাম্বার যেন মার্জিনের মধ্যে থাকে।
9/10

সংজ্ঞাসূত্র প্রকল্পগুলি পুরোপুরি বইয়ের ভাষায় মুখস্থ করে লিখলে ভাল। কোনও Question-এ সাময়িক বাধা পেলে সেটিকে যতটা করা হয়েছে সেই পর্যন্ত রেখে পরবর্তী Questionগুলো Attempt করে পুনরায় শেষের দিকে শান্তভাবে শেষ করার চেষ্টা করতে হবে ।
10/10

খেয়াল রাখতে হবে, কোনও Question-এর তুলনায় সময় যেন খুব অতিরিক্ত না লাগে।
Published at : 04 Apr 2022 02:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
