এক্সপ্লোর
Dolon-Dipankar Marriage Anniversary: বিয়ের ২ বছর পূর্তিতে রঙমিলান্তি, ছবি শেয়ার করে আবেগপ্রবণ দোলন

দোলন-দীপঙ্কর
1/10

আজ ২ বছরে পা দিল তাঁদের আইনি বিবাহ। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতী অভিনেত্রী।
2/10

আইনি বিয়ের ২ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী দোলন রায়। ২০২০ সালের ১৮ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়।
3/10

একেবারে নতুন বর-কনের মতোই সেজে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। দোলনের পরণে ছিল লাল বেনারসি ও সোনার গয়না। অন্যদিকে গরদের পাজামা-পাঞ্জাবিতে সেজেছিলেন দীপঙ্কর। অভিনেতা অভিনেত্রীর আইনি বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কিছু চেনা মুখেরা। অতিথি অভ্যাগতদের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়ে নবদম্পতিকে।
4/10

আজ সেই খাতায় কলমে বিয়ের ২ বছর পূর্তি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন দোলন রায়। সেখানে তাঁর ও দীপঙ্করের একাধিক নতুন ছবি দেখা গিয়েছে। দুজনের পরণেই হলুদ পোশাক, যেন গায়ে হলুদের সকাল। হলুদ তাঁতের শাড়ি পরেছেন দোলন। তাঁর গলায় লম্বা হার, মাথায় গোলাপ ফুল।
5/10

আর দীপঙ্কর পরেছিলেন কমলা আর হলুদে মেশানো টি শার্ট, তার ওপর হলুদ শীতপোশাক। একে অপরের সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা।
6/10

সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে দোলন লিখেছেন, 'সংবিধানে আজ আমাদের ২ বছর। ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন, এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।'
7/10

একাধিকবার সম্পর্ক, 'লিভ-ইন' ও বয়সের ফারাক নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন দোলন ও দীপঙ্কর। ২৫ বছর আগে টলিউড অভ্যস্থ ছিল না 'লিভ-ইন' সম্পর্কে। সেসময়ে টলিউডের অলিতে গলিতে কান পাতলেই তাঁদের সম্পর্কের গসিপ শোনা যেত।
8/10

কিন্তু সেই সব সমালোচনাকে হেলায় এড়িয়ে দীর্ঘ সময় ধরে একসঙ্গে থেকেছেন তাঁরা। এরপর, ২০২০ সালে রেজিস্ট্রি করে আইনি বিয়ে সারেন দীর্ঘদিনের এই জুটি।
9/10

সম্প্রতি নতুন ছবি 'পাকা দেখা'-তে সুমন্তর বিপরীতে অভিনয় করেছেন দোলন রায়। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়।
10/10

অভিনেত্রী সুস্মিতার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন দোলন রায়।
Published at : 18 Jan 2022 05:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
