সুশান্ত সিংহ রাজপুত। বলিউডের আকাশে যার অবস্থান কার্যত ধমকেতুর মতো। ৭ বছরের ছোট্ট কেরিয়ারে সুশান্ত সিনে প্রেমীদের দিয়ে গেলেন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ছিছোড়ে’-র মতো ছবি। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’-র এই নায়ক ৩৪ বছরের বিদায় জানিয়েছেন বলিউডকে। আলবিদা বলেছেন জীবনকেও।
2/8
শাহরুখ খান। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে উত্থান। ‘সার্কাস’, ‘উমিদ’, ‘ইডিয়ট’-র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বলিউডে অভিষেক ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিতে। দিব্যা ভারতীর বিপরীতে অভিনয় করেছিলেন শাহরুখ। এরপর আর পিছনে তাকাতে হয়নি থেকে। বলিউডে ‘বহিরাগত’ শাহরুখই এখন বি-টাউনের বেতাজ বাদশা।
3/8
অক্ষয় কুমার। তাইল্যান্ডে একটি হোটেলে ওয়েটারের কাজ করা অক্ষয় কুমারই বলিউডের ‘খিলাড়ি’। অ্যাকশন ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক, তারপর থেকে সাফল্য কখনই তাঁর সঙ্গ ছাড়েনি। সম্প্রতি অক্ষয় অভিনীত ‘প্যাডম্যান’, ‘মিশন মঙ্গল’, ‘টয়লেট: এক প্রেম কথা’, এই ছবিগুলো বক্স অফিসে বেশ সাড়া ফেলে।
4/8
আয়ুষ্মান খুরানা। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করার আগে একটি রিয়্যালিটি শো-এর ভিডিও জকি হিসেবে দেখা যায় তাঁকে। সুজিৎ সরকারের ‘ভিকি ডোনার’ ছবিতে বলিউড অভিষেক করেন আয়ুষ্মান। ছবিটি ব্যাপক সাড়া ফেলে। ‘বধাই হো’, ‘অন্ধাধুন’, ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’-র মতো ছবি তাঁর কেরিয়ারের একটা মাইলফলক।
5/8
কঙ্গনা রানওয়াত। বলিউডের ‘ক্যুইন’। শোবিজে ঢুকেছিলেন ১৬ বছর বয়সেই। তারপর দীর্ঘ স্ট্রাগল। ‘গ্যাংস্টার’ ছবিতে বলিউডে অভিষেক, তারপর আর কোনওদিন পিছন ফিরে তাকাতে হয়নি কঙ্গনাকে। ‘ক্যুইন’ ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।
6/8
ইরফান খান। সাল ২০০৩। ‘হাসিল’ ছবিতে খলনায়কের চরিত্র অভিনয় করেন এই জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। সেটাই ছিলে বলিউডে তাঁর প্রথম ছবি। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত এই অভিনেতা বলিউডকে দিয়ে গিয়েছেন, ‘পান সিং তোমার’, ‘পিকু’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘মাদারি’, ‘হিন্দি মিডিয়াম’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো ছবি।
7/8
বিদ্যা বালান। শুরু করেছিলেন টেলিভিশনের পর্দা থেকেই। ‘হাম পাঁচ’-দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। বাংলা ও দক্ষিণী ছবিতেই একইরকম ভাবে সফল হয়েছেন এই অভিনেত্রী। ‘ডার্টি পিকচার’, ‘কাহিনী’-র মতো ছবিতে নিজের ছাপ ফেলেছেন বিদ্যা।
8/8
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব সব মহল। অভিযোগ উঠছে, বলিউডে ‘স্টার কিড’-দেরই অগ্রাধিকার দেওয়া হয়। আসুন দেখা নেওয়া যাক এমন কিছু তারকাকে, যারা বলিউডে ‘বহিরাগত’ হয়েও সাফল্যের শীর্ষস্থানে পৌঁছেছেন।