হোমফটো গ্যালারিবিনোদনেরপ্রথম সিনেমা হিট হওয়ার পরও বলিউডে সাফল্য অধরাই থেকে গিয়েছে এই অভিনেত্রীদের
প্রথম সিনেমা হিট হওয়ার পরও বলিউডে সাফল্য অধরাই থেকে গিয়েছে এই অভিনেত্রীদের
By : abp ananda | Updated at : 23 Oct 2021 07:54 AM (IST)
Untitled_design_(60)
1/7
বলিউড ইন্ডাস্ট্রিতে ভাগ্যপরীক্ষায় আসেন অনেক শিল্পীই। কেউ কেউ সাফল্যের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। আবার কেউ কেউ ক্ষণিকের উজ্জ্বলতা ছড়িয়ে হারিয়ে যান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন, যাঁদের প্রথম সিনেমা সুপারহিট হয়েছিল। কিন্তু পরে প্রচারের বৃত্ত থেকে দূরে চলে গেছেন তাঁরা। বলিউডে এমন কয়েকজন তারকা রয়েছেন, যাঁদের কেরিয়ার শুরুতেই শেষ হয়ে গিয়েছে। আসলে স্টারডম সামলানো সকলের পক্ষে সম্ভব হয় না। এখন দেখে নেওয়া যাক, এমন কয়েকজন অভিনেত্রী সম্পর্কে, যাঁরা প্রথম সিনেমা হিট হওয়া সত্ত্বেও এরপর আর সেভাবে সাফল্য পাননি।
2/7
এই তালিকায় রয়েছে মোহব্বতেঁ সিনেমার নায়িক প্রীতি জাঙ্গিয়ানি। মোহব্বতেঁ সিনেমাতেই প্রীতিকে হিন্দি সিনেমায় প্রথম দেখা গিয়েছিল। ওই সিনেমা বেশ হিট হয়েছিল। এই সিনেমা হিট হওয়ার পর প্রীতির অনুরাগীদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু এই সিনেমার পর প্রীতিকে রূপোলি পর্দায় খুব বেশি দেখা যায়নি।
3/7
শাহরুখ খানের সঙ্গে স্বদেশ সিনেমায় অভিষেক হয়েছিল গায়ত্রী জোশীর। কিন্তু এরপর আর কেরিয়ারে সেভাবে সাফল্য পাননি তিনি। গায়ত্রী জোশীর সঙ্গে শাহরুখের জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু এরপর অন্য কোনও সিনেমা করার পরিবর্তে বিয়ে করে ফেলেন তিনি।
4/7
ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সাদৃশ্যর জন্য সংবাদের শিরোনামে এসেছিলেন স্নেহা উল্লাল। সালমন খানের সঙ্গে লাকি সিনেমায় অভিষেক হয়েছিল তাঁর। এই সিনেমা ও এর গান বেশ সাড়া ফেলেছিল। স্নেহা উল্লারের অনুরাগীরা তাঁকে আরও বেশি সিনেমায় দেখার আশা করেছিলেন। কিন্তু বাস্তবে এমনটা হয়নি। সলমনের পর তাঁর ভাই সোহেলের সঙ্গে আরিয়ান সিনেমায় কাজ করেন স্নেহা। কিন্তু সেই সিনেমা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল।
5/7
অব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়োঁ সিনেমায় অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দিব্যা খোসলাকে। এরপর ইয়ারিয়া সিনেমায় নির্দেশক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু এই সিনেমা সাফল্য পায়নি।
6/7
গ্রেসি সিংহ লগান সিনেমার মাধ্যমে আমির খানের সঙ্গে অভিষেক করেছিলেন। সিনেমা হিট হয়েছিল। জনপ্রিয়তা পেয়েছিলেন গ্রেসিও। কিন্তু এরপর আর কোনও সিনেমায় সাফল্য আসেনি। তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও সম্ভাবনা দেখতে না পেয়ে দূরত্ব বাড়িয়ে নেন।
7/7
তুম বিন সিনেমায় অভিষেক হয়েছিল সান্দলি সিনহার। এই সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন সান্দলি। কিন্তু এরপর আর তাঁর কোনও সিনেমায় সাফল্য পায়নি। শেষপর্যন্ত সিনে জগত থেকে দূরত্ব বাড়িয়ে নেন তিনি।