এক্সপ্লোর
Kaberi Antardhan: কৌশিক-প্রসেনজিতের 'কাবেরী অন্তর্ধান'-এর প্রথম পোস্টার, কোন পথে এগোবে গল্প
Kaberi Antardhan News: পোস্টারে আরও যে জিনিস রয়েছে তা উল্লেখযোগ্য। তা হল কোনও পশুর পায়ের ছাপ। চরিত্রদের পরিচয় করানোর সময় কৌশিক একটি পায়ের চাপের ছবি দিয়ে লিখেছিলেন, 'সবাইকে চমকে দেবে আদরের লালু'

কৌশিক-প্রসেনজিতের 'কাবেরী অন্তর্ধান'-এর প্রথম পোস্টার, কোন পথে এগোবে গল্প
1/10

একাধিক তারকাখচিত এই ছবি নিয়ে চর্চা ছিল অনেক আগে থেকেই। আর এবার মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhan) ছবির প্রথম পোস্টার।
2/10

সেখানে রইল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির প্রথম পোস্টার।
3/10

পোস্টারে কৌশিকের মুখে হাসি দেখে তাঁর চরিত্র সম্পর্কে প্রায় কিছুই বোঝা যায় না। কেবল তাঁর হাসির মধ্যে মিশে রয়েছে অনেক অনেক গল্প।
4/10

কিছুটা হাতে আঁকা ধরণের এই পোস্টার। তার উপরেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখ। বিভ্রান্তি, অবাক, উৎকন্ঠা আর বিরক্তি মেশানো সেই অভিব্যক্তি।
5/10

কোন ধারায় বইবে এই ছবির গল্প, তা পোস্টারে আন্দাজ করা কঠিন। এই ছবির গল্প নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক।
6/10

পোস্টারে আরও যে জিনিস রয়েছে তা উল্লেখযোগ্য। তা হল কোনও পশুর পায়ের ছাপ। চরিত্রদের পরিচয় করানোর সময় কৌশিক একটি পায়ের চাপের ছবি দিয়ে লিখেছিলেন, 'সবাইকে চমকে দেবে আদরের লালু। এই ছবিতে ও যা অভিনয় ও অক্লান্ত পরিশ্রম করেছে হাসি মুখে তা চিরকাল মনে রাখবো আমি। এ ছবির অন্যতম প্রধান চরিত্র লালু।'
7/10

আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এখন চলছে ছবির শেষ পর্যায়ের কাজ
8/10

সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত এই ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
9/10

এছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ( Churni Ganguly), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharyya), কৌশিক সেন (Kaushik Sen), পূরব শীল আচার্য (Purab Shil Acharya) ও অন্যান্যরা।
10/10

সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছোট ছোট টুকরো শেয়ার করে নিয়েছেন পরিচালক নিজেই।
Published at : 18 Nov 2022 11:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
