এক্সপ্লোর
Google Year in Search: ২০২৩-এ সর্বাধিক কোন ১০ জায়গায় ঘুরতে যেতে চেয়েছে ভারতীয়রা ?
Google Year in Search 2023: ২০২৩ সালে একটি পরিসংখ্যান প্রকাশ পেয়েছে সম্প্রতি যেখানে দেখা গিয়েছে ভারতীয়রা ঠিক কোন কোন জায়গায় যেতে বেশি পছন্দ করে! জানুন ভারতীয়দের পছন্দের এমনই সেরা ১০ জায়গার হদিশ।
![Google Year in Search 2023: ২০২৩ সালে একটি পরিসংখ্যান প্রকাশ পেয়েছে সম্প্রতি যেখানে দেখা গিয়েছে ভারতীয়রা ঠিক কোন কোন জায়গায় যেতে বেশি পছন্দ করে! জানুন ভারতীয়দের পছন্দের এমনই সেরা ১০ জায়গার হদিশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/3ff33d5b2f5647a0ad139f520a6d3c30170262996642864_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Google Year in Search 2023
1/10
![এই তালিকায় সবার প্রথমেই আছে ভিয়েতনাম। মেকং ডেল্টার জলে নৌকাবিহার, ভিয়েতনামি কফিতে চুমুক দিতে দিতে শীত উপভোগের সুযোগ কে ছাড়তে চায়! এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত প্রকৃতি, নিবিড় সৌন্দর্য ভারতীয়দের আকৃষ্ট করে। হ্যানয়ের রাস্তার কোলাহল থেকে হা লং বে-র নির্মল শান্তি বারবার মানুষকে টেনে এনেছে এখানে। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800423ff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই তালিকায় সবার প্রথমেই আছে ভিয়েতনাম। মেকং ডেল্টার জলে নৌকাবিহার, ভিয়েতনামি কফিতে চুমুক দিতে দিতে শীত উপভোগের সুযোগ কে ছাড়তে চায়! এর সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত প্রকৃতি, নিবিড় সৌন্দর্য ভারতীয়দের আকৃষ্ট করে। হ্যানয়ের রাস্তার কোলাহল থেকে হা লং বে-র নির্মল শান্তি বারবার মানুষকে টেনে এনেছে এখানে। পিক্স্যাবে ফটো
2/10
![দ্বিতীয় স্থানে আছে গোয়া। গোয়ার সমুদ্রতটে একবার যাওয়ার সাধ হয় সমস্ত ভারতীয়ের মনে। একে 'কোস্টাল জুয়েল'ও বলেন অনেকে। পৃথিবীর নানা প্রান্তের মানুষের দেখা মেলে এই সমুদ্রতটে। বালির চড়ায় বসে পার্টি, পর্তুগিজ সুরার নেশায় হালকা মাদকতা পেতে এক ছুটে বেরিয়ে পড়ুন গোয়া। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/156005c5baf40ff51a327f1c34f2975b95ad4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্বিতীয় স্থানে আছে গোয়া। গোয়ার সমুদ্রতটে একবার যাওয়ার সাধ হয় সমস্ত ভারতীয়ের মনে। একে 'কোস্টাল জুয়েল'ও বলেন অনেকে। পৃথিবীর নানা প্রান্তের মানুষের দেখা মেলে এই সমুদ্রতটে। বালির চড়ায় বসে পার্টি, পর্তুগিজ সুরার নেশায় হালকা মাদকতা পেতে এক ছুটে বেরিয়ে পড়ুন গোয়া। পিক্স্যাবে ফটো
3/10
![ইন্দোনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ বালি। ভারতীয়দের পছন্দের তালিকায় এটিও রয়েছে। এই জায়গার সাংস্কৃতিক ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে শান্ত, কোমল বাতাস বালির আকাশে বাতাসে। এখানকার প্রাচীন বৌদ্ধ মন্দির, পবিত্র মাঙ্কি ফরেস্ট স্যাংচুয়ারি ভারতীয়দের অন্যতম আকর্ষণ। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/799bad5a3b514f096e69bbc4a7896cd9a7cc5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইন্দোনেশিয়ার একটি ছোট্ট দ্বীপ বালি। ভারতীয়দের পছন্দের তালিকায় এটিও রয়েছে। এই জায়গার সাংস্কৃতিক ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে শান্ত, কোমল বাতাস বালির আকাশে বাতাসে। এখানকার প্রাচীন বৌদ্ধ মন্দির, পবিত্র মাঙ্কি ফরেস্ট স্যাংচুয়ারি ভারতীয়দের অন্যতম আকর্ষণ। পিক্স্যাবে ফটো
4/10
![ভারতের একেবারে প্রান্তদেশে রয়েছে শ্রীলঙ্কা। রামায়ণের কাহিনির সঙ্গে যার ওতপ্রোত যোগাযোগ। সেই যে রামচন্দ্র লঙ্কায় পৌছানোর জন্য বানিয়েছিলেন পাথরের সেতু, সেটাই হয়ত এখন রামেশ্বরম সেতুর পাশ দিয়ে দেখতে চান ভারতীয়রা। প্রাচীন ভগ্নস্তূপ আর পুরনো মন্দির ছড়িয়ে রয়েছে এই শ্রীলঙ্কার মাটিতে। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/d0096ec6c83575373e3a21d129ff8feff287d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের একেবারে প্রান্তদেশে রয়েছে শ্রীলঙ্কা। রামায়ণের কাহিনির সঙ্গে যার ওতপ্রোত যোগাযোগ। সেই যে রামচন্দ্র লঙ্কায় পৌছানোর জন্য বানিয়েছিলেন পাথরের সেতু, সেটাই হয়ত এখন রামেশ্বরম সেতুর পাশ দিয়ে দেখতে চান ভারতীয়রা। প্রাচীন ভগ্নস্তূপ আর পুরনো মন্দির ছড়িয়ে রয়েছে এই শ্রীলঙ্কার মাটিতে। পিক্স্যাবে ফটো
5/10
![ব্যাংকক- নাম বললেই একটা স্বপ্নের জায়গার কথা ভেসে ওঠে। থাইল্যান্ডের মাটির একটা আলাদা গন্ধ আছে যে! অনেকেই বিলাসবহুল মধুচন্দ্রিমা সেরে আসেন এই থাইল্যান্ডে। বলা হয় জীবনকে উপভোগ করার সবরকম উপাদান রয়েছে থাইল্যান্ডের রাস্তায়। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/032b2cc936860b03048302d991c3498f2f38f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাংকক- নাম বললেই একটা স্বপ্নের জায়গার কথা ভেসে ওঠে। থাইল্যান্ডের মাটির একটা আলাদা গন্ধ আছে যে! অনেকেই বিলাসবহুল মধুচন্দ্রিমা সেরে আসেন এই থাইল্যান্ডে। বলা হয় জীবনকে উপভোগ করার সবরকম উপাদান রয়েছে থাইল্যান্ডের রাস্তায়। পিক্স্যাবে ফটো
6/10
![শ্রীনগরের ডাল হ্রদের জলে নৌবিহার, গুলমার্গের বরফ দেখতে ভালোবাসে না এমন ভারতীয় পাওয়া দুষ্কর ! কথায় তাই তো বলে 'ভূস্বর্গ কাশ্মীর'। পহেলগাঁওর সবুজ দেখতে দেখতে ভারতীয়দের পছন্দের তালিকায় কাশ্মীর উঠে এসেছে ৬ নম্বরে। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/18e2999891374a475d0687ca9f989d8380c6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শ্রীনগরের ডাল হ্রদের জলে নৌবিহার, গুলমার্গের বরফ দেখতে ভালোবাসে না এমন ভারতীয় পাওয়া দুষ্কর ! কথায় তাই তো বলে 'ভূস্বর্গ কাশ্মীর'। পহেলগাঁওর সবুজ দেখতে দেখতে ভারতীয়দের পছন্দের তালিকায় কাশ্মীর উঠে এসেছে ৬ নম্বরে। পিক্স্যাবে ফটো
7/10
![এই তালিকায় ৭ নম্বরে স্থান পেয়েছে কুর্গ। কর্ণাটকের একটি অতি পরিচিত পার্বত্য স্টেশন। একে ভ্রমণবিলাসীরা ভারতের স্কটল্যান্ডও বলে থাকেন। কফির বাগান, জলপ্রপাতের ভিড়, সবুজের সমারোহ এর আকর্ষণের অন্যতম কারণ। বহু ভারতীয় এবং প্রবাসী এখানকার বিখ্যাত অ্যাবে জলপ্রপাত দেখতে আসেন। পিক্স্যাবে ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/fe5df232cafa4c4e0f1a0294418e56605afb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই তালিকায় ৭ নম্বরে স্থান পেয়েছে কুর্গ। কর্ণাটকের একটি অতি পরিচিত পার্বত্য স্টেশন। একে ভ্রমণবিলাসীরা ভারতের স্কটল্যান্ডও বলে থাকেন। কফির বাগান, জলপ্রপাতের ভিড়, সবুজের সমারোহ এর আকর্ষণের অন্যতম কারণ। বহু ভারতীয় এবং প্রবাসী এখানকার বিখ্যাত অ্যাবে জলপ্রপাত দেখতে আসেন। পিক্স্যাবে ফটো
8/10
![শেষ তিন স্থানের মধ্যে রয়েছে আন্দামান, ইতালি এবং সুইজারল্যান্ড। আন্দামানের ইতিহাস সবারই জানা। সেখানেই সেই বিখ্যাত সেলুলার জেল যেখানে একসময় বিপ্লবীরা বন্দি ছিলেন। তার পাশাপাশি এখানকার সমুদ্রের নীলাভ জলরাশি, স্কুবা ডাইভিং, লঞ্চ রাইড কিংবা স্পিড বোটে করে বিভিন্ন দ্বীপে ঘোরার আনন্দের কারণে ভারতীয়দের অন্যতম পছন্দ এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পেক্সেলস ফটো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/8cda81fc7ad906927144235dda5fdf1534a50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শেষ তিন স্থানের মধ্যে রয়েছে আন্দামান, ইতালি এবং সুইজারল্যান্ড। আন্দামানের ইতিহাস সবারই জানা। সেখানেই সেই বিখ্যাত সেলুলার জেল যেখানে একসময় বিপ্লবীরা বন্দি ছিলেন। তার পাশাপাশি এখানকার সমুদ্রের নীলাভ জলরাশি, স্কুবা ডাইভিং, লঞ্চ রাইড কিংবা স্পিড বোটে করে বিভিন্ন দ্বীপে ঘোরার আনন্দের কারণে ভারতীয়দের অন্যতম পছন্দ এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পেক্সেলস ফটো
9/10
![বিশ্বের অন্যতম প্রাচীন দেশগুলির মধ্যে রয়েছে ইতালি। রোমান সাম্রাজ্যের ইতিহাস মনে পড়ে যাবে এই দেশের মাটিতে পা রাখলে, মনে পড়ে যাবে জুলিয়াস সিজারের কথা, মনে পড়বে গালিলিওর কথা। সব মিলিয়ে যেন ইতিহাসের বইয়ের পাতা থেকে উঠে আসা এক দেশ ইতালি। আকর্ষণ তো থাকবেই ! ফটো পেক্সেলস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/30e62fddc14c05988b44e7c02788e1876cf56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্বের অন্যতম প্রাচীন দেশগুলির মধ্যে রয়েছে ইতালি। রোমান সাম্রাজ্যের ইতিহাস মনে পড়ে যাবে এই দেশের মাটিতে পা রাখলে, মনে পড়ে যাবে জুলিয়াস সিজারের কথা, মনে পড়বে গালিলিওর কথা। সব মিলিয়ে যেন ইতিহাসের বইয়ের পাতা থেকে উঠে আসা এক দেশ ইতালি। আকর্ষণ তো থাকবেই ! ফটো পেক্সেলস
10/10
![সবশেষে বলতে হয় সুইৎজারল্যান্ডের কথা। যে বাঙালি বরফ বলতে কেবল দার্জিলিং বুঝত, সে বাঙালিও এখন সুইৎজারল্যান্ড পাড়ি দেয় অনায়াসে। আল্পীয় পর্বতের সৌন্দর্য, স্ফটিক স্বচ্ছ্ব জলরাশির আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে নিভৃতে সময় কাটাতে কার না মন চায় ! ফটো পেক্সেলস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/ae566253288191ce5d879e51dae1d8c32f08e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সবশেষে বলতে হয় সুইৎজারল্যান্ডের কথা। যে বাঙালি বরফ বলতে কেবল দার্জিলিং বুঝত, সে বাঙালিও এখন সুইৎজারল্যান্ড পাড়ি দেয় অনায়াসে। আল্পীয় পর্বতের সৌন্দর্য, স্ফটিক স্বচ্ছ্ব জলরাশির আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে নিভৃতে সময় কাটাতে কার না মন চায় ! ফটো পেক্সেলস
Published at : 15 Dec 2023 02:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)