এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anant Ambani: হাইরাইজে বিলাসবহুল ফ্ল্যাট হয়ে যায়, বাগদানে ছোট ভাইকে বহুমূল্য উপহার মুকেশ-পুত্র আকাশ আম্বানির
Akash Ambani: জাঁকজমক করে অনুষ্ঠান হোক বা প্রিয়জনকে উপহার, কিছুতেই কার্পণ্য করেন না আম্বানিরা।
![Akash Ambani: জাঁকজমক করে অনুষ্ঠান হোক বা প্রিয়জনকে উপহার, কিছুতেই কার্পণ্য করেন না আম্বানিরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/ad13006e68be5cf3d7987b8c05e6de881675502673317338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভাইকে বহুমূল্য উপহার।
1/10
![কুবেরের সম্পদ রয়েছে তাঁদের হাতে। তা প্রদর্শনেও কার্পণ্য করেননি এ যাবৎ। পুজো-পার্বণ হোক বা জন্মদিন-বিয়েবাড়ি, হাত খুলে খরচের জন্যই পরিচিত আম্বানি পরিবার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/8df7b73a7820f4aef47864f2a6c5fccf38b53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কুবেরের সম্পদ রয়েছে তাঁদের হাতে। তা প্রদর্শনেও কার্পণ্য করেননি এ যাবৎ। পুজো-পার্বণ হোক বা জন্মদিন-বিয়েবাড়ি, হাত খুলে খরচের জন্যই পরিচিত আম্বানি পরিবার।
2/10
![পরস্পরকে উপহার দেওয়া ক্ষেত্রেও টাকা খরচ নিয়ে ভাবেন না আম্বানিরা। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদানেই ফের মিলল তার প্রমাণ। কারণ বাগদান উপলক্ষে ভাইকে বহুমূল্য ব্রোচ উপহার দিয়েছেন দাদা আকাশ আম্বানি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880001d87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরস্পরকে উপহার দেওয়া ক্ষেত্রেও টাকা খরচ নিয়ে ভাবেন না আম্বানিরা। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদানেই ফের মিলল তার প্রমাণ। কারণ বাগদান উপলক্ষে ভাইকে বহুমূল্য ব্রোচ উপহার দিয়েছেন দাদা আকাশ আম্বানি।
3/10
![সম্প্রতি রাধিকা মার্চেন্টের সঙ্গে আংটিবদল হয়েছে অনন্তর। বলিউড, ক্রিকেটের তাবড় তারকারা ভিড় করেছিলেন অনুষ্ঠানে। আয়োজনে কোথাও কোনও খামতি ছিল না। তাতেই নজর কেড়েছে অনন্তকে দেওয়া আকাশের উপহার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/032b2cc936860b03048302d991c3498f104ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি রাধিকা মার্চেন্টের সঙ্গে আংটিবদল হয়েছে অনন্তর। বলিউড, ক্রিকেটের তাবড় তারকারা ভিড় করেছিলেন অনুষ্ঠানে। আয়োজনে কোথাও কোনও খামতি ছিল না। তাতেই নজর কেড়েছে অনন্তকে দেওয়া আকাশের উপহার।
4/10
![জানা গিয়েছে, বাগদানের সময়ই ভাইয়ের হাতে উপহার তুলে দেন আকাশ। ব্রোচটি আসলে চিতাবাঘের আকারে তৈরি। বসানো রয়েছে বহুমুল্য হিরে-জহরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/ae566253288191ce5d879e51dae1d8c323fcb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা গিয়েছে, বাগদানের সময়ই ভাইয়ের হাতে উপহার তুলে দেন আকাশ। ব্রোচটি আসলে চিতাবাঘের আকারে তৈরি। বসানো রয়েছে বহুমুল্য হিরে-জহরত।
5/10
![জানা গিয়েছে, ওই ব্রোচটি আসলে ১৮ ক্যারাট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। তার উপর বসানো রয়েছে ৫১টি নীলা, দু’টি পান্না। চিতাবাঘের শরীরে বসানো রয়েছে ৬০৪টি আনকাট হিরে। নাকের জায়গায় রয়েছে ওনিক্স ডায়মন্ড, যা সিলিকন এবং অক্সিজেনের মিশ্রণে তৈরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/fe5df232cafa4c4e0f1a0294418e56601c5c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা গিয়েছে, ওই ব্রোচটি আসলে ১৮ ক্যারাট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। তার উপর বসানো রয়েছে ৫১টি নীলা, দু’টি পান্না। চিতাবাঘের শরীরে বসানো রয়েছে ৬০৪টি আনকাট হিরে। নাকের জায়গায় রয়েছে ওনিক্স ডায়মন্ড, যা সিলিকন এবং অক্সিজেনের মিশ্রণে তৈরি।
6/10
![বিদেশে ওই ব্রোচের দাম ১ লক্ষ ৬২ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। তবে অনন্তের জন্য যেহেতু বিশেষ ভাবে তৈরি ওই ব্রোচ, তাই খরচের পরিমাণ যে আরও বেশি হয়েছে, সে কথা নিশ্চিত ভাবে বলা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/799bad5a3b514f096e69bbc4a7896cd921e26.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিদেশে ওই ব্রোচের দাম ১ লক্ষ ৬২ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। তবে অনন্তের জন্য যেহেতু বিশেষ ভাবে তৈরি ওই ব্রোচ, তাই খরচের পরিমাণ যে আরও বেশি হয়েছে, সে কথা নিশ্চিত ভাবে বলা যায়।
7/10
![গত ১৯ জানুয়ারি বাগদান সারেন অনন্ত এবং রাধিকা। মুম্বইয়ে আম্বানিদের প্রাসাদোপম বাড়ি ‘অ্যান্টিলিয়া’তেই হয়েছিল যাবতীয় আয়োজন। গুজরাতি রীতি মেনে সম্পন্ন হয় অনুষ্ঠান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/18e2999891374a475d0687ca9f989d8312ad3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ১৯ জানুয়ারি বাগদান সারেন অনন্ত এবং রাধিকা। মুম্বইয়ে আম্বানিদের প্রাসাদোপম বাড়ি ‘অ্যান্টিলিয়া’তেই হয়েছিল যাবতীয় আয়োজন। গুজরাতি রীতি মেনে সম্পন্ন হয় অনুষ্ঠান।
8/10
![রীতি অনুযায়ী, প্রথমে গোল ধানা, চুনরি বিধি এবং তার পর হয় বাগদান। লগন পত্রিকা, গণেশ পুজোও ছিল তার মধ্যে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/62bf1edb36141f114521ec4bb41755799e435.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রীতি অনুযায়ী, প্রথমে গোল ধানা, চুনরি বিধি এবং তার পর হয় বাগদান। লগন পত্রিকা, গণেশ পুজোও ছিল তার মধ্যে।
9/10
![বাগদানে আবু জানি, সন্দীপ খোসলার তৈরি লেহঙ্গা পরেছিলেন রাধিকা। গলায় ছিল হিরের নেকলেস, হিরের কানের দুল, বালা এবং টিকলি। হালকা মেকআপের সঙ্গে চুলে ছিল হিরের চেনও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/8cda81fc7ad906927144235dda5fdf1564ce6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাগদানে আবু জানি, সন্দীপ খোসলার তৈরি লেহঙ্গা পরেছিলেন রাধিকা। গলায় ছিল হিরের নেকলেস, হিরের কানের দুল, বালা এবং টিকলি। হালকা মেকআপের সঙ্গে চুলে ছিল হিরের চেনও।
10/10
![রাজস্থানের নাথওয়াড়ায় শ্রীনাথজি মন্দিরে রাধিকাকে বিয়ের প্রস্তাব দেন অনন্ত। বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/04/156005c5baf40ff51a327f1c34f2975b9ad13.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজস্থানের নাথওয়াড়ায় শ্রীনাথজি মন্দিরে রাধিকাকে বিয়ের প্রস্তাব দেন অনন্ত। বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তাঁরা।
Published at : 04 Feb 2023 03:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)