এক্সপ্লোর
Gauhar Jaan: সাহেবি রক্ত শরীরে, শৈশব কাটে বাঈজিখানায়, দেশের প্রথম ‘সুপারস্টার’ গায়িকা গওহর জান
Indian Music Legend: প্রথম ভারতীয় শিল্পী হিসেবে তাঁরই গান রেকর্ড করা হয়। কত পারিশ্রমিক পেতেন, জানলে চমকে যাবেন। ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।
1/10

নাচে-গানে মেহফিল জমানোই কাজ ছিল তাঁর। প্রকাশ্যে নাক সিঁটকোলেও, তথাকথিত ভদ্রসমাজের মানুষজন কার্যত হত্যে দিয়ে পড়ে থাকতেন তাঁর দরবারে। নারীবাদী শব্দটির সঙ্গে তখনও সড়গড় হয়নি স্বাধীনতাপূর্ব ভারত। কিন্তু নিজের জীবন দিয়েই নারীবাদের আস্ত আখ্যান রচনা করে গিয়েছেন গওহর জান, যাঁকে কেউ বলতেন বাঈজি, কেউ আবার শিল্পী। বিশেষণ যাই হোক না কেন, প্রথম গান রেকর্ড করা ভারতীয় শিল্পী হিসেবে ইতিহাসে নাম রয়ে গিয়েছে তাঁর। ছবি: সংগৃহীত।
2/10

১৮৭৩ সালে উত্তরপ্রদেশের আজমনগরে জন্ম। জন্মসূত্রে পাওয়া নাম ইলিন অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড। মাতামহ ছিলেন ইংরেজ সৈনিক হার্ডি হেমিংস। রুক্মিনী নামের এক ভারতীয়কে বিবাহ করেন হার্ডি। তাঁদের কন্যা অ্যাডলিন ভিক্টোরিয়া হেমিংস। পরবর্তী কালে অ্যাডলিন বিবাহ করেন রবার্ট উইলিয়াম ইওয়ার্ডকে। ছবি: সংগৃহীত।
Published at : 02 Jan 2024 03:09 PM (IST)
আরও দেখুন






















