এক্সপ্লোর
Amroha News: পণের দাবি না মেটানোয় স্ত্রীয়ের ধর্ষণে মদত, বিস্ফোরক অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পণের দাবিতে স্ত্রীয়ের গণধর্ষণে মদত স্বামীর
1/10

স্বামীর পণ হিসাবে চাই SUV গাড়ি আর পাঁচ লক্ষ টাকা। চাহিদা পূরণ করতে না পারায় স্ত্রীকে কঠিন শাস্তি, অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
2/10

স্বামীর মদতে ২৭ বছরের ওই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ দেওর ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। আরও অভিযোগ, চাহিদা পূরণ করতে না পারলে এমন চলতেই থাকবে বলে হুমকিও দেওয়া হয়।
3/10

উত্তরপ্রদেশের অমরোহার ঘটনা। রাজবপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
4/10

ঘটনায় মহিলার শ্বশুরবাড়ির ১২ জনের বিরুদ্ধে গণধর্ষণ, শারীরিক নির্যাতন, জোর করে গর্ভপাত সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
5/10

তিন বছর আগে ওই মহিলার বিয়ে হয়। বিয়ের সময় প্রচুর পণ দেন তাঁর বাবা, দাবি মহিলার। কয়েক মাস পরে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ৫ লক্ষ টাকা ও দামী গাড়ি চাইতে থাকেন। তা দিতে অস্বীকার করায় শুরু হয় অত্যাচার, দাবি মহিলার।
6/10

শ্বশুরবাড়ি থেকে জোর করে তাঁর গর্ভপাতও করানো হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে চলতে থাকে মারধর।
7/10

মহিলার বিস্ফোরক অভিযোগ, গত সপ্তাহে দেওর ও দেওরের বন্ধু তাঁকে ধর্ষণ করে। স্বামী সেই কথা শুনে, টাকা ও গাড়ি না পেলে এমনটাই চলতে থাকবে বলে সাফ জানিয়ে দেয়। অভিযোগ ওই মহিলার।
8/10

এরপর অভিযোগকারিণী বাপের বাড়ি চলে আসেন বলে জানিয়েছেন।
9/10

অমরোহা থানার সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
10/10

ঘটনায় এখনও কোনও অভিযুক্তকেই গ্রেফতার করা যায়নি।
Published at : 09 Aug 2021 12:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
