এক্সপ্লোর
Russia-Ukraine Conflict: ইউক্রেনে রাশিয়ার আক্রমণে আতঙ্কিত কিশোরীর আর্তি-‘আমি মরতে চাই না’
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/70597bdbe0bd44c41cba527d22df38be_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Russia-Ukraine Conflict
1/7
![আজ তৃতীয় দিনে পড়ল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। যুদ্ধ কতটা বীভৎস, কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এক লহমাতেই বুঝে গিয়েছে কিশোর ইউরি ঝাইহানোভ। শুক্রবার মায়ের চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল তার। জেগে দেখে ধুলোয় ঢাকা পড়ে গিয়েছে সে। সাতসকালেই কিভের উপকণ্ঠে তাদের বিল্ডিংয়ে আছড়ে পড়েছিল শেল। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/0fb68e2f61f5fde15f02680f95247e4a80c53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ তৃতীয় দিনে পড়ল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। যুদ্ধ কতটা বীভৎস, কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এক লহমাতেই বুঝে গিয়েছে কিশোর ইউরি ঝাইহানোভ। শুক্রবার মায়ের চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল তার। জেগে দেখে ধুলোয় ঢাকা পড়ে গিয়েছে সে। সাতসকালেই কিভের উপকণ্ঠে তাদের বিল্ডিংয়ে আছড়ে পড়েছিল শেল। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
2/7
![মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আঁতকে উঠেছিলেন সাধারণ মানুষ। হামলা শুরু হতেই অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করেন। চারদিকে ধোঁয়া, গাডির আওয়াজের মধ্যেই ঝাইহানোভ ও তার পরিবারও নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দেয়। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/cb17588750ec911bd4e14451043e9edd5dca8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মৃত্যুকে খুব কাছ থেকে দেখে আঁতকে উঠেছিলেন সাধারণ মানুষ। হামলা শুরু হতেই অনেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করেন। চারদিকে ধোঁয়া, গাডির আওয়াজের মধ্যেই ঝাইহানোভ ও তার পরিবারও নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দেয়। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
3/7
![মারিয়ুপোল শহরের ভ্লাদা নামে এক কিশোরীকে দেখা গেল কাতরভাবে প্রার্থনা করতে-যেন যুদ্ধ থেমে যায়। ভ্লাদা বলেছে, আমি মরতে চাই না। আমি চাই এ সব কিছু যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/651079c3c39dfe739903f7f850dfa56f4e57a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মারিয়ুপোল শহরের ভ্লাদা নামে এক কিশোরীকে দেখা গেল কাতরভাবে প্রার্থনা করতে-যেন যুদ্ধ থেমে যায়। ভ্লাদা বলেছে, আমি মরতে চাই না। আমি চাই এ সব কিছু যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
4/7
![পালানোর পথে অস্ত্রের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ির দিকে দেখে ঝাইহানোভ রাশিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয়। সে বলে, তোমরা এসব কী করছ? এসব কী? ঝাইহানোভ আরও বলে, যদি সেনাদের ওপর হামলা চালাতে চাও, তাহলে সেনাদের ওপরই হামলা চালাও। ব্যস, আমি শুধু এটুকুই বলতে পারি। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/eae2f93102a2eb27e6127db7595de2b13e550.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পালানোর পথে অস্ত্রের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ির দিকে দেখে ঝাইহানোভ রাশিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয়। সে বলে, তোমরা এসব কী করছ? এসব কী? ঝাইহানোভ আরও বলে, যদি সেনাদের ওপর হামলা চালাতে চাও, তাহলে সেনাদের ওপরই হামলা চালাও। ব্যস, আমি শুধু এটুকুই বলতে পারি। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
5/7
![যাদের বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙেনি, তাঁরা জেগেছেন সাইরেনের শব্দে। তারপরেই তাঁরা জানতে পারেন, শহরের একেবারে উপকণ্ঠে চলে এসেছে রুশ বাহিনী। রাশিয়া বলছে, তারা কোনও জনপদকে নিশানা করেনি। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। কিভের আন্ডারপাসে পড়ে থাকা মৃতদেহ, ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে অবিরল ধোঁয়া, যুদ্ধের আতঙ্কের খণ্ডচিত্র তুলে ধরেছে। কিয়েভের রাস্তায় সাঁজোয়া গাড়ির টহল, শুনসান সেতুতে মোতায়েন সেনা। বাসিন্দারা দরজায় দাঁড়িয়ে বা জানালা দিয়ে দেখছেন এই অচেনা দৃশ্য।চতুর্দিকে ধ্বংসের মাঝেই যুদ্ধ বন্ধ হওয়ার কামনায় প্রার্থনাও করতে দেখা গিয়েছে অনেককে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/20ddc99e8f408f95cff6c599b998a08f66fea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যাদের বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙেনি, তাঁরা জেগেছেন সাইরেনের শব্দে। তারপরেই তাঁরা জানতে পারেন, শহরের একেবারে উপকণ্ঠে চলে এসেছে রুশ বাহিনী। রাশিয়া বলছে, তারা কোনও জনপদকে নিশানা করেনি। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। কিভের আন্ডারপাসে পড়ে থাকা মৃতদেহ, ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে অবিরল ধোঁয়া, যুদ্ধের আতঙ্কের খণ্ডচিত্র তুলে ধরেছে। কিয়েভের রাস্তায় সাঁজোয়া গাড়ির টহল, শুনসান সেতুতে মোতায়েন সেনা। বাসিন্দারা দরজায় দাঁড়িয়ে বা জানালা দিয়ে দেখছেন এই অচেনা দৃশ্য।চতুর্দিকে ধ্বংসের মাঝেই যুদ্ধ বন্ধ হওয়ার কামনায় প্রার্থনাও করতে দেখা গিয়েছে অনেককে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
6/7
![কিয়েভের রাস্তায় সাঁজোয়া গাড়ির টহল, শুনসান সেতুতে মোতায়েন সেনা। বাসিন্দারা দরজায় দাঁড়িয়ে বা জানালা দিয়ে দেখছেন এই অচেনা দৃশ্য।চতুর্দিকে ধ্বংসের মাঝেই যুদ্ধ বন্ধ হওয়ার কামনায় প্রার্থনাও করতে দেখা গিয়েছে অনেককে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/d47fb93e7e32393bf07a776490f6b31b1e7c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিয়েভের রাস্তায় সাঁজোয়া গাড়ির টহল, শুনসান সেতুতে মোতায়েন সেনা। বাসিন্দারা দরজায় দাঁড়িয়ে বা জানালা দিয়ে দেখছেন এই অচেনা দৃশ্য।চতুর্দিকে ধ্বংসের মাঝেই যুদ্ধ বন্ধ হওয়ার কামনায় প্রার্থনাও করতে দেখা গিয়েছে অনেককে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
7/7
![রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা হোর্লভিকা শহরে অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে পড়ে কম্বল ঢাকা একটি মৃতদেহ। তার পাশেই এক ব্যক্তিকে ফোনে কথা বলতে দেখা গেল। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/26/ab4f874135cb957ffe0757494c5ecfa563d53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা হোর্লভিকা শহরে অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে পড়ে কম্বল ঢাকা একটি মৃতদেহ। তার পাশেই এক ব্যক্তিকে ফোনে কথা বলতে দেখা গেল। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছবি-AP)
Published at : 26 Feb 2022 02:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)