এক্সপ্লোর

East Bengal: হায়দরাবাদকে হারালেই সুপার সিক্সের দৌড়ে আরও চনমনে ইস্টবেঙ্গল, আশায় বুক বাঁধছেন গুরু অস্কার

Indian Super League: শেষ দুই ম্যাচে এবং গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেলেও ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে এখনও অনেক বড় পরীক্ষা অপেক্ষা করে আছে।

কলকাতা: শেষ দুই ম্যাচে এবং গত পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেলেও ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে এখনও অনেক বড় পরীক্ষা অপেক্ষা করে আছে। নতুন বছরের প্রথম মাসেই ইন্ডিয়ান সুপার লিগের সেরা দলগুলির বিরুদ্ধে পরপর খেলতে হবে তাদের। সেই কঠিন লড়াইগুলির আগে যাতে তাদের আত্মবিশ্বাসের ভাঁড়ারে ঘাটতি না পড়ে, তাই বিদায়ী বছরটা এমন ভাবে শেষ করতে চান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, যা তাঁর দল আইএসএলে আগে কখনও করতে পারেনি— জয়ের হ্যাটট্রিক।

শনিবার সেই জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে নামছে তারা। প্রতিপক্ষ লিগ টেবলের নীচের দিকে থাকা হায়দরাবাদ এফসি, যারা গত পাঁচটি ম্যাচেই হারের মুখোমুখি হয়েছে। হায়দরাবাদের বৃষ্টি, মাঠের সমস্যা কোনও কিছুকেই অজুহাত হিসেবে দেখাতে চান না স্প্যানিশ কোচ।

দল নিয়ে হায়দরাবাদে রওনা হওয়ার আগে তাঁর একটাই বক্তব্য, 'আমাদের সামনে এমন একটা সুযোগ এসেছে, যা আমরা আগে কখনও করতে পারিনি। সম্প্রতি বাইরের ম্যাচে আমরা ভাল খেলেছি। বছরের শেষ ম্যাচ এটা। জয় দিয়েই বছরটা শেষ করতে চাই। বৃষ্টি হোক বা যাই হোক, আমরা কোনও অজুহাত খাড়া করতে চাই না। আমরা যে কোনও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারি। পরিবেশ যে রকমই হোক, তাকে আমরা কাজে লাগাতে চাই।'

পয়েন্ট টেবলের নীচের দিকে থাকা দল বলে কখনওই প্রতিপক্ষকে খাট করে দেখতে চান না লাল-হলুদ কোচ। তিনি বলেন, 'মরশুমের এই সময়টা খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ। তাই কোনও দলকেই আমরা কম গুরুত্ব দেওয়ার কথা ভাবছি না। এই ম্যাচে হয়তো অনেকে আমাদের ফেভারিট মনে করছেন। কারণ, আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভাল। সেই তুলনায় ওদের পারফরম্যান্স তেমন ভাল না। কিন্তু ফুটবলে কখন কী ঘটে যায়, কেউ বলতে পারে না।'

এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, 'এই স্তরের ফুটবলে যদি কোনও দল নিজেদের প্রতিপক্ষের চেয়ে ভাল মনে করে, তা হলে তারা ম্যাচের পরে বিস্মিত হতে পারে। গত কয়েক সপ্তাহে আমরা যে ভাবে নিজেদের এগিয়ে নিয়ে আসতে পেরেছি, এই ম্যাচেও সে ভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হায়দরাবাদ ভাল দল। ওদের ধারাবাহিকতার অভাব থাকতে পারে। তবে ওরা গত কয়েক সপ্তাহে ভাল খেলার চেষ্টা করছে। ওদের রক্ষণে কিছু সমস্যা রয়েছে। শেষ ম্যাচে প্রথমার্ধে ওদের যথেষ্ট ধারালো লেগেছে। তাই ওদের কম শক্তিশালী মনে করার প্রশ্নই নেই এবং আমাদের নিশ্চিত করতে হবে যাতে জয় দিয়েই বছরটা শেষ করতে পারি।'

বছরের শেষে ক্লাবের আইএসএল অভিযানে এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করতে পারলে নতুন বছরের শুরুর কঠিন পরীক্ষাতেই তা কাজে আসবে, সেই ব্যাখ্যা দিয়ে অস্কার বলেন, 'আগামী মাসটা যে কোনও আইএসএল ক্লাবের কাছে সবচেয়ে কঠিন হতে চলেছে। আমাদের কাছে তো বটেই। কারণ, আগামী মাসে আমাদের মোহনবাগান, মুম্বই সিটি, গোয়া, কেরালার বিরুদ্ধে নামতে হবে। তার আগে যদি বেশ কিছু পয়েন্ট অর্জন করে রাখতে পারি, তা হলে আমাদের পক্ষেই ভাল।'

হায়দরাবাদের সাম্প্রতিক আবহাওয়া ও মাঠের অবস্থা যে অন্যান্য শহরের মতো নয়, বরং খারাপই, তা শুনে ইস্টবেঙ্গলের কোচ বলেন, 'হায়দরাবাদে গত ম্যাচটা আমরা টিভিতে দেখেছি। মাঠে লম্বা ও শুকনো ঘাস রয়েছে ঠিকই। তবে বিভিন্ন ধরনের মাঠে, বিভিন্ন আবহাওয়ায় মানিয়ে নিয়ে খেলাটাই এই লিগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হায়দরাবাদের মাঠে যদি সত্যিই কোনও সমস্যা হয়ে থাকে, তা হলে নিশ্চয়ই লিগ কর্তৃপক্ষ তা জানবে এবং তা দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। আশা করি, আইএসএলে যে মানের মাঠে খেলা হয়, সেই মানেরই মাঠ হায়দরাবাদে পাব আমরা।'

দলের ভারতীয় খেলোয়া়ড়দের প্রশংসা করে অস্কার ব্রুজো বলেন, 'আমাদের দলে এখন একাধিক বিদেশী খেলোয়াড়ের (সল ক্রেসপো, মাদি তালাল) চোট রয়েছে। তাদের জায়গায় তো ভারতীয় ফুটবলাররাই খেলছে এবং সাফল্যও এনে দিচ্ছে। এই দুঃসময়ে ভারতীয় তরুণ ফুটবলাররাই এখন দলের ভরসা। আমাদের দলের ভারতীয় ফুটবলাররা যথেষ্ট ভাল এবং ক্রমশ আরও উন্নতি করছে ওরা।'

প্রশংসা করেন দলের ব্রাজিলীয় স্ট্রাইকার ও অধিনায়ক ক্লেটন সিলভারও। বলেন, 'ক্লেটন ছন্দ ফিরে পাচ্ছে। প্রতি সপ্তাহে উন্নতি করছে। ও আসলে শারীরিক সমস্যার জন্য প্রি সিজনে পুরোটা থাকতে পারেনি। তবে এ সব এখন অতীত। এখন ও-ই ম্যাচে দলকে পরিচালনা করে। ভাল নেতৃত্ব দেয় এবং ও দলের গুরুত্বপূর্ণ সদস্যও। আমরা ক্রমশ সেরা ছন্দে থাকা ক্লেটনের খেলা উপভোগ করছি।'

দলের চোট-আঘাত পাওয়া খেলোয়াড়দের তালিকায় যে আরও একজন যোগ দিয়েছেন, তা জানিয়ে লাল-হলুদ বাহিনীর কোচ বলেন, 'মহম্মদ রকিপ আগামী কয়েক সপ্তাহ খেলতে পারবে না। হেক্টর এই ম্যাচে কার্ডের জন্য নেই। মরশুমের মাঝামাঝি বলে এখন আমি কাউকেই বিশ্রাম দেওয়ার কথা ভাবছি না। বরং দলে যারা আছে, তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে পরখ করে নিতে চাইছি। যাতে মরশুমের বাকি সময়ে তাদের কাজে লাগানো যেতে পারে।'

আরও পড়ুন: অবাক আউট রোহিত! কেন বারবার ব্যর্থ হচ্ছেন? কারণ খুঁজে বার করলেন গাওস্কর

তেমনই একজন স্ট্রাইকার ডেভিড লালনসাঙ্গা, যিনি সম্প্রতি পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোল করে সবার নজর কেড়ে নিয়েছেন। গত বছর আই লিগে মহমেডান এসসি-র হয়ে সবচেয়ে বেশি গোল করা এই ফরোয়ার্ড সাংবাদিকদের বলেন, 'এটাই আমার প্রথম আইএসএল। আই লিগ থেকে আইএসএলের মতো বড় আসরে এসে আমার পক্ষে মানিয়ে নেওয়া কঠিন ছিল। কিন্তু চেষ্টা করছি। দলে দিমি, ক্লেটনদের মতো অনেক ভাল ভাল খেলোয়াড় আছে, তাদের সাহায্য পাচ্ছি। আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমি আরও ম্যাচ খেলতে চাই, গোলও করতে চাই। গত ম্যাচে গোল পেয়েছি, ওই ম্যাচটাই আমার সেরা ম্যাচ। হায়দরাবাদ ম্যাচে সুযোগ পেলেও গোল করার চেষ্টা করব।' (সৌ: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: মাঠেই হার্ট অ্যাটাক হয়ে যেত স্টিভ স্মিথের! বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর কী বললেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Ram Mandir Rath Yatra 2025: এবার 'বাংলায় রাম মন্দির', এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?
এবার 'বাংলায় রাম মন্দির', এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?
Suvendu On Mamata: 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..', মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..', মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !
Cancer Vaccine For Women : ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?
ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?
Maha Kumbh 2025:
"মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন...ক্ষমা চান" শুভেন্দুর নিশানায় মমতা; সমালোচনা দেশের নানা মহল থেকেও
Advertisement
ABP Premium

ভিডিও

WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টেরWB News: দত্তপুকুর হত্যাকাণ্ডে অবশেষে হল রহস্যের কিনারাMaha Kumbh 2025: পিকআপ ভ্যান ভাড়া করে কুম্ভ স্নান,মর্মান্তিক পরিণতি পূর্ণার্থীদেরRath Yatra: বাংলায় রামমন্দিরকে মাথায় রেখে রথযাত্রা। ৩০ মার্চ থেকে বাংলায় রথযাত্রা কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ram Mandir Rath Yatra 2025: এবার 'বাংলায় রাম মন্দির', এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?
এবার 'বাংলায় রাম মন্দির', এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?
Suvendu On Mamata: 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..', মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..', মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !
Cancer Vaccine For Women : ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?
ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?
Maha Kumbh 2025:
"মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন...ক্ষমা চান" শুভেন্দুর নিশানায় মমতা; সমালোচনা দেশের নানা মহল থেকেও
Best Stocks To Buy: ধসের বাজারেও আপার সার্কিট এই ১০ স্টকে, এখন কেনার সময়
ধসের বাজারেও আপার সার্কিট এই ১০ স্টকে, এখন কেনার সময়
Mahakumbh 2025: কুম্ভ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারাল পিকআপ ভ্যান, বাংলার পুণ্যার্থীর মৃত্যু ! আহত বহু, আশঙ্কাজনক ১..
কুম্ভ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারাল পিকআপ ভ্যান, বাংলার পুণ্যার্থীর মৃত্যু ! আহত বহু, আশঙ্কাজনক ১..
Saline Controversy: 'রিঙ্গার ল্যাকটেটে কোনও গলদ নেই,' স্যালাইন বিতর্কে মন্তব্য মমতার
'রিঙ্গার ল্যাকটেটে কোনও গলদ নেই,' স্যালাইন বিতর্কে মন্তব্য মমতার
Cyber Fraud: স্কুলে ভর্তির নামে নতুন প্রতারণা, ফাঁদে পা দিলেই টাকা যাবে, কীভাবে সতর্ক থাকবেন ? 
স্কুলে ভর্তির নামে নতুন প্রতারণা, ফাঁদে পা দিলেই টাকা যাবে, কীভাবে সতর্ক থাকবেন ? 
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.