RR vs MI Innings Highlights: বল হাতে দুরন্ত সন্দীপ, রোহিত-সূর্যদের ব্যর্থতার রাতে দুই তরুণের ব্যাটে লড়াই মুম্বইয়ের
IPL 2024: জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৭৯/৯। পাঁচ উইকেট সন্দীপ শর্মার।
জয়পুর: রথী মহারথীদের ব্যর্থতার দিন গোলাপি শহরে ঔজ্জ্বল্য ছড়ালেন এক তরুণ তুর্কি। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবদের ব্যাট হাতে ফিকে থাকার দিনে মুকেশ ও নীতা অম্বানির দলের রক্ষাকর্তা হয়ে হাজির হলেন তিলক বর্মা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চার নম্বরে নেমে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেললেন তিলক। ২৪ বলে ৪৯ রান করে তাঁকে সঙ্গত করলেন নেহাল ওয়াধেরা। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স (RR vs MI) তুলল ১৭৯/৯।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ওয়াংখেড়েতে এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে রাজস্থানের কাছে হেরে গিয়েছিল মুম্বই। সোমবার রাজস্থানের ডেরায় গিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ মুম্বইয়ের। সেই ম্য়াচে শুরুতে ব্যাট করে বড় রান তুলে নেওয়ার কৌশল নিয়েছিলেন হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হয়তো ভাবতেও পারেননি যে, চার ওভারের মধ্যে তাঁদের স্কোর ২০/৩ ও খানিক পরে ৫২/৪ হয়ে যাবে। রাজস্থানের বোলাররা তখন ছড়ি ঘোরাচ্ছেন। মুম্বই ব্য়াটিংয়ের বড় নামেরা সকলে ব্যর্থ। রোহিত মাত্র ৬ রান করে ফিরলেন। ঈশান তো খাতাই খুলতে পারেননি। স্কোরারদের বিন্দুমাত্র বিব্রত না করে ফিরলেন। সূর্যকুমার আউট হলেন ১০ রানে। মহম্মদ নবিও আগ্রাসী ব্যাটিং শুরু করলেও ১৭ বলে ২৩ রানে আউট হলেন।
সেখান থেকেই পাল্টা লড়াই শুরু তিলক ও নেহালের। চতুর্থ উইকেটে ৫২ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে মুম্বইকে বিপন্মুক্ত করেন দুজনে।
𝗙𝗔𝗡𝗧𝗔𝗦𝗧𝗜𝗖 🖐️
— IndianPremierLeague (@IPL) April 22, 2024
What a comeback for Sandeep Sharma as he picks up a magnificent 5️⃣-wicket haul 👏👏
Recap his entire spell on https://t.co/4n69KTSZN3!
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #RRvMI pic.twitter.com/ZUN4dshsbA
রাজস্থান বোলারদের মধ্যে সেরা সন্দীপ শর্মা। ৪ ওভারে মাত্র ১৮ রানে পাঁচ উইকেট নেন। যার মধ্যে শেষ ওভারেই তিন উইকেট। ৩২ রানে ২ উইকেট ট্রেন্ট বোল্টের।
আরও পড়ুন: IPL 2024 Exclusive: শুক্রবার ইডেনে জ়ারার ডাকে সাড়া দিয়ে আসছেন বীর, অধীর অপেক্ষায় ভক্তরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।