Independence Day 2024: শ্রীজেশ থেকে সচিন, ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা জানালেন ক্রীড়াবিদরা
Independence Day: ভারতের হয়ে প্যারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করা একগুচ্ছ তারকা প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন অনুষ্ঠানের জন্য লালকেল্লায় উপস্থিত ছিলেন।
নয়াদিল্লি: ১৫ অগাস্ট, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস (Independence Day 2024)। সকালে প্রথা অনুসারে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেরঙ্গা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশে বক্তব্য পেশ করেন। ২০৪৭ সালে উন্নতি দেশগুলির মধ্যে ভারতের নাম থাকবে, সেই উদ্দেশ্যকে মাথায় করেই দেশজুড়ে না না অনুষ্ঠান হচ্ছে। এই বিশেষদিনে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকা ক্রীড়াবিদরা।
ভারতের হয়ে প্যারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করা একগুচ্ছ তারকা প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন অনুষ্ঠানের জন্য লালকেল্লায় উপস্থিত ছিলেন। ভারতের অলিম্পিক্স পদকজয়ী হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ (PR Sreejesh) নিজের পদক ঝুলিয়েই লালকেল্লার সামনে দাঁড়িয়ে ছবি তুলে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গর্বিত ভারতবাসী। আপনাদের সকলকে এক স্মরণীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। স্বাধীনতা ও দেশাত্মবোধ যেন আপনাদের সকলের হৃদয়কে গর্বিত করে তোলে। জয় হিন্দ।'
Proud Indian 🇮🇳
— sreejesh p r (@16Sreejesh) August 15, 2024
Wishing you all a memorable Independence Day! May the spirit of freedom and patriotism fill your heart with pride.
Jai hind 💪#78th #independenceday #aug15th #jaihind #🇮🇳 pic.twitter.com/PZtqaq8cGp
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) লেখেন, 'যারা ভারতের হয়ে খেলেন, তারাই কেবল ক্রীড়াবিদ নন। যারা সততা ও দক্ষতার সঙ্গে নিজেদের কাজ করেন, তাঁরা সকলেই টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই আজ যখন জাতীয় সঙ্গীত বাজবে, তখন সেটা আপনাদের জন্যই বাজবে বলে মনে করবেন। আমি আশা করি আমি প্রতিবার ভারতের হয়ে মাঠে নেমে জাতীয় সঙ্গীত শুনে যেমনটা অনুভব করতাম, আপনারা সকলেও তেমনটাই অনুভব করবেন। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।'
Sportspersons aren't the only ones playing for India. Every Indian who does their job with honesty and sincerity is a key player for Team India. So, when the national anthem plays today, know that it's for you, and I hope you'll feel the same way I did when I heard it every time…
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2024
মহম্মদ শামি (Mohammed Shami) আবার নিজের স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় শক্তিশালী ও সাফল্যমন্ডিত ভবিষ্যতের আশার কথা বলেন। নীরজ চোপড়া (Neeraj Chopra) দেশের পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
View this post on Instagram
स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएँ। जय हिन्द! 🇮🇳 pic.twitter.com/Wuz613NgSH
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 15, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেন একইদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ধোনি ও রায়না?