আনন্দ সকাল (Seg 1): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কত্থক-কিংবদন্তি বিরজু মহারাজ | Bangla News
প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ (Pt. Birju Maharaj)। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কত্থক-গুরুর। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে নাতি-নাতনিদের সঙ্গে বসে অন্ত্যাক্ষরী খেলছিলেন বিরজু মহারাজ। সংজ্ঞাহীন হয়ে পড়ায়, দিল্লির (Delhi) সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কত্থক-সম্রাটের।১৯৩৮-এর ৪ ফেব্রুয়ারি লখনউতে জন্ম। আসল নাম ব্রিজমোহন মিশ্র। কত্থক নৃত্যে লখনউ ঘরানার শিল্পী পরিচিত হয়ে ওঠেন পণ্ডিত বিরজু মহারাজ নামে। তাঁর বাবা ও গুরু অচ্ছন মহারাজ, দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজও প্রখ্যাত কত্থক-শিল্পী।
প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaonli Mitra)। গতকাল বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী, সবার অগোচরে হয় শেষকৃত্য। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি মহল। 'বহুদিনের সহকর্মী ও সুহৃদ হিসেবে মনের মণিকোঠায় থাকবেন,' শোকবার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।
কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? খতিয়ে দেখতে তদন্ত শুরু কমিশনার অফ রেলওয়ে সেফটির। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে।
ট্র্যাকম্যান ও চালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল। গতকাল ভোরে বামনগাছি ও বারাসাত স্টেশনের মাঝখানে ঘটনাটি ঘটে। ট্রেন দাঁড় করিয়ে দ্রুত ট্র্যাক মেরামত করেন রেলকর্মীরা। তাপমাত্রার তারতম্যের জন্যই এই বিপত্তি বলে অনুমান রেল কর্তৃপক্ষের।