Union Budget 2023 Live: এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য, বললেন মমতা
Union Budget 2023 India Live Updates: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করতে চলেছেন। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE

Background
Budget 2023 Live Updates: বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব বিজেপি রাজ্য সভাপতির
মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন পশ্চিমবঙ্গের জন্য অন্ধকার অমাবস্যাই আছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক শাসক দল রাজ করছে। যতক্ষণ পর্যন্ত এই রাহুর গ্রাস পশ্চিমবঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণিমা আসার সম্ভাবনা নেই। কারণ গ্রহণ হলে অন্ধকারই থাকে। বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় পর এই মন্তব্যই করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Budget 2023 Live News Updates: এটা ছদ্মবেশী রাবণের বাজেট, মন্তব্য তৃণমূলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষের
এটা ছদ্মবেশী রাবণের বাজেট, ঘুরপথে কেড়ে নেওয়া হবে টাকা। যে টাকা দেন না, দিতে হবে না জানেন, সেটা বাজেটের দিনে ঘোষণা করতে তো কোনও অসুবিধা নেই। এটা তো নতুন স্টাইল। বাজেট প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
Budget 2023 Live Updates: মুদ্রাস্ফীতি চলতে থাকলে করে ছাড় দিয়েও মানুষের লাভ হবে না : চন্দ্রিমা ভট্টাচার্য
বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা হবে সেই বিষয়ে কোনও আলোকপাত করা হয়নি। মুদ্রাস্ফীতি যদি এইভাবে হতে থাকে তাহলে এই করের ছাড় দিয়েও মানুষের লাভ হবে না কোনও। নতুন কর কাঠামো হলেও কোনও লাভ হবে না।
Budget 2023 Live News Updates: ৭ লক্ষ টাকা বার্ষিক আয় করশূন্য, বাজেটের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটের ভূয়সী প্রশংসা করেছে। ৭ লক্ষ টাকা বার্ষিক আয় করশূন্য- বাজেটের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলেও জানিয়েছেন তিনি।
Budget 2023 Live Updates: এই বাজেট পেশ করার কী মানে আমরা জানি না: অধীর রঞ্জন চৌধুরী
বাজেট নিয়ে আশাহত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায় আশা করা হয়েছিল পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষকে সুবিধা দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এই বাজেট পেশ করার মধ্যে সাধারণ মানুষকে আর একবার মোহের মোহজালে আটকানোর চেষ্টা করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
