Union Budget 2023 Live: এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য, বললেন মমতা
Union Budget 2023 India Live Updates: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করতে চলেছেন। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE
Background
অতিমারির ধাক্কা সামলানো গিয়েছে। তবে কাটেনি নড়বড়ে অবস্থা। তার উপর এগিয়ে আসছে পরবর্তী লোকসভা নির্বাচনও (Lok Sabha Elections 2024)। সেই আবহে বুধবার বড় পরীক্ষা কেন্দ্রের সামনে। দ্বিতীয় দফায় সংসদে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Gocernment)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে বাজেট পেশ করতে চলেছে (Union Budget 2023)। এই মুহূর্তে সে দিকেই তাকিয়ে গোটা দেশ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারের তরফে একাধিক জনমোহিনী ঘোষণা থাকবে বলে আঁচ করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে তাতে গলায় কাঁটা হয়ে বিঁধছে প্রাক বাজেট অর্থনৈতিক সমীক্ষা। কারণ সমীক্ষা বলছে। ২০২৩-’২৪ অর্থবর্ষে দেশের অভ্যন্তরীণ উৎপাদন হার কমে ৬.৫ শতাংশ হতে পারে, যা বিগত তিন বছরের নিরিখে সর্বনিম্ন (Union Budget 2023 India)।
অতিমারির জেরে গত তিন বছরে বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হয়েছে। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্থিরতা তৈরি হয়েছে বিশ্ব অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি, বেকারত্বের খাঁড়া নেমে এসেছে ভারতের উপরও। আগামী একবছর অন্তত অর্থনীতির গতি আগের অবস্থায় ফেরার কোনও সম্ভাবনা নেই বলে ইতিমধ্যেই মিলেছে ইঙ্গিত। কিন্তু সরকারি হিসেব বলছে, এই সঙ্কটের সময়ও উপচে পড়েছে সরকারি কোষাগার। পণ্য এবং পরিষেবা করবাবদ প্রায় প্রতি মাসেই রেকর্ড আয় করেছে সরকার। কিন্তু বিভিন্ন রাজ্যের কোষাগার থেকে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা যোগ করলে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে তার চেয়ে ঢের কম পরিমাণ টাকা খরচ হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, ১৯৯৯-২০০০ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে খরচের পরিমাণ ৫০ শতাংশের নিচে নেমে যায় প্রথম বার। ২০০২-’০৩ অর্থবর্ষে তা ৫০ শতাংশের উপরে ওঠে ফের। তার পর থেকে ২০০৮-’০৯, ২০১০-’১১ এবং ২০২০-’২১ অর্থবর্ষে ফের তা ৫০ শতাংশের নিচে চলে যায়। ২০২০-’২১ সালে যাও বা খরচ কিছু বেড়েছিল কেন্দ্রের, সেটা অতিমারির জন্য। তার পর থেকে বিগত দু’বছর কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ কমই থেকেছে। তাতেও কেন্দ্রের রাজস্বে ঘাটতি বরং বেড়েছে (২০২০-’২১ অর্থবর্ষে ৯.২ শতাংশ), প্রাক অতিমারি অবস্থায় আসেনি এখনও। সেই তুলনায় রাজ্যগুলির ঘাটতি সে ভাবে বাড়েনি। ২০২০-২১ অর্থবর্ষে যাও বা বেড়ে ৪.১ শতাংশ হয়েছিল, ২০২১-’২২ সালে তা কমে ২.৮ শতাংশে এসে ঠেকে। এখনও পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, ২০২২-’২৩ অর্থবর্ষে রাজ্যগুলির রাজস্ব ঘাটতি ৩.৪ শতাংশে রয়েছে বলে অনুমেয়। চলতি অর্থবর্ষ শেষ হতে হতে, তা আরও কম হতে পারে।
কোভিড উত্তর পর্বে সরকার হাত চেপে খরচ করেছে, এমন যুক্তিও উঠে আসছে। সরকারি সম্পত্তির বেসরকারিকরণ ঘটিয়ে, ভর্তুকি বন্ধ করে, তা থেকে আয়ের সূত্র বের করে কেন্দ্র রাজস্ব ঘাটতি কমিয়ে আনতে চাইছে বলেও দাবি উঠছে। কিন্তু সম্পদ পুনর্বণ্টন অর্থা কর্মসংস্থানের সুযোগ তৈরি বা বাজারের প্রসার ঘটানোর কোনও লক্ষণ দেখা যায়নি বিগত কয়েক বছরে। তাই পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এ বারের বাজেট তৈরিকে ঘিরে চাপ বাড়ছে সরকারের উপর। তাই এ বারের বাজেটে জনকল্যাণকে প্রাধান্য দেওয়া হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হতে পারে। বাড়ানো হতে পারে প্রতিরক্ষা খাতের বরাদ্দও। পেনশন খাতেও বরাদ্দ বাড়ানো হতে পারে।
Budget 2023 Live Updates: বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব বিজেপি রাজ্য সভাপতির
মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন পশ্চিমবঙ্গের জন্য অন্ধকার অমাবস্যাই আছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক শাসক দল রাজ করছে। যতক্ষণ পর্যন্ত এই রাহুর গ্রাস পশ্চিমবঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণিমা আসার সম্ভাবনা নেই। কারণ গ্রহণ হলে অন্ধকারই থাকে। বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় পর এই মন্তব্যই করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Budget 2023 Live News Updates: এটা ছদ্মবেশী রাবণের বাজেট, মন্তব্য তৃণমূলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষের
এটা ছদ্মবেশী রাবণের বাজেট, ঘুরপথে কেড়ে নেওয়া হবে টাকা। যে টাকা দেন না, দিতে হবে না জানেন, সেটা বাজেটের দিনে ঘোষণা করতে তো কোনও অসুবিধা নেই। এটা তো নতুন স্টাইল। বাজেট প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
Budget 2023 Live Updates: মুদ্রাস্ফীতি চলতে থাকলে করে ছাড় দিয়েও মানুষের লাভ হবে না : চন্দ্রিমা ভট্টাচার্য
বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা হবে সেই বিষয়ে কোনও আলোকপাত করা হয়নি। মুদ্রাস্ফীতি যদি এইভাবে হতে থাকে তাহলে এই করের ছাড় দিয়েও মানুষের লাভ হবে না কোনও। নতুন কর কাঠামো হলেও কোনও লাভ হবে না।
Budget 2023 Live News Updates: ৭ লক্ষ টাকা বার্ষিক আয় করশূন্য, বাজেটের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটের ভূয়সী প্রশংসা করেছে। ৭ লক্ষ টাকা বার্ষিক আয় করশূন্য- বাজেটের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলেও জানিয়েছেন তিনি।
Budget 2023 Live Updates: এই বাজেট পেশ করার কী মানে আমরা জানি না: অধীর রঞ্জন চৌধুরী
বাজেট নিয়ে আশাহত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায় আশা করা হয়েছিল পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষকে সুবিধা দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এই বাজেট পেশ করার মধ্যে সাধারণ মানুষকে আর একবার মোহের মোহজালে আটকানোর চেষ্টা করা হচ্ছে।