Extra Marital Affairs: স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের সন্দেহ, কুড়ুলের কোপে বন্ধুকে খুন বন্ধুর
Extra Marital Affairs Murder: হঠাৎ করে আনন্দ ঘোষের মাথায় কুড়ুলের কোপ মারেন বাসুদেব ঘোষ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আনন্দ ঘোষ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্দেহের বশে এবার বন্ধুকেই খুন করে বসলেন 'বন্ধু' স্বামী। কুড়ুলের আঘাতেই প্রাণ হারালেন বন্ধু। ঘটনাটি ঘটেছেউত্তর ২৪ পরগনার বাগদা থানার খার্দ্দ কুলবেরিয়া পারুইপারা গ্রামে।
জানা গিয়েছে, সেই গ্রামের বাসিন্দা আনন্দ ঘোষ (৩৭) সকাল আটটা নাগাদ পাড়ার মধ্যেই দাঁড়িয়েছিলেন। তিনি কথা বলছিলেন পড়শিদের সঙ্গে। সেই সময় তাঁর বন্ধু বাসুদেব ঘোষ আসেন। পরিচিত মুখ ও সম্পর্ক থাকায় কারও কোনও সন্দেহ হয়নি। কিন্তু হঠাৎই আনন্দকে উদ্দেশ্য করে তাঁর স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্কের কথা তুলে কথা কাটাকাটি করেন বাসুদেব, এমনটাই স্থানীয় সূত্রে অভিযোগ।
বলা হচ্ছে, হঠাৎ করে আনন্দ ঘোষের মাথায় কুড়ুলের কোপ মারেন বাসুদেব ঘোষ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আনন্দ ঘোষ। এরপর তাঁকে প্রাথমিকভাবে বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তর করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আনন্দ ঘোষকে কুড়ুলের কোপ মেরে নিজের বাড়িতে গিয়ে স্ত্রী কাকলি ঘোষকেও কুড়ুল নিয়ে তাড়া করেন বাসুদেব, এমনটাই অভিযোগ।
এই ঘটনায় আহত হন বাসুদেব জায়া কাকলি ঘোষ। তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাসুদেব ঘোষকে গ্রেফতার করেছে ।
অন্যদিকে, পানিহাটি (Panihati Murder) তৃণমূল কাউন্সিলর (Trinamool councilor ) অনুপম দত্ত খুনে আটক আরও ৩। বারুইপুর থেকে ৩ জনকে পাকড়াও করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের।
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে খুন তৃণমূল কাউন্সিলর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতী। তৃণমূল কাউন্সিলর খুনে গতকাল অমিত ওরফে শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করা হয়। ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জানা যায় খুনে ব্যবহৃত অস্ত্র কোথা থেকে কিনেছিল সে। এরপরই বারুইপুর থেকে ৩ জনকে আটক করে। তাদেরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।