WB Election 2021: সল্টলেকের ভোটারলিস্টে রোহিঙ্গারা, দাবি সায়ন্তনের, কমিশনে যাক, চ্যালেঞ্জ তৃণমূলের
জানুয়ারি মাসে নির্বাচন কমিশনের কাছে রোহিঙ্গাদের নিয়ে একই অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। সেই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করেছিল কমিশন...
![WB Election 2021: সল্টলেকের ভোটারলিস্টে রোহিঙ্গারা, দাবি সায়ন্তনের, কমিশনে যাক, চ্যালেঞ্জ তৃণমূলের West Bengal Election 2021: Rohingya name in the voter list of Salt Lake, says BJP Leader Sayantan Basu WB Election 2021: সল্টলেকের ভোটারলিস্টে রোহিঙ্গারা, দাবি সায়ন্তনের, কমিশনে যাক, চ্যালেঞ্জ তৃণমূলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/17/8c601fdf0e83c731afaea70fc6236f10_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, কলকাতা: বাংলার হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে ফের উঠল রোহিঙ্গা ইস্যু। বুধবার ফের রোহিঙ্গা-বিতর্ক খুঁচিয়ে তুলল বিজেপি।
এদিন সকালে সল্টলেকের এফডি ব্লকে চায়ে পে চর্চায় যোগ দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
সেখানেই রোহিঙ্গা প্রসঙ্গ তোলেন তিনি। বিজেপি নেতা দাবি করেছেন, সল্টলেকের কয়েক জায়গায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম রয়েছে। তিনি বলেন, সল্টলেকে ফাঁকা প্লটে রাখা হয়েছে রোহিঙ্গাদের, ওইসব অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখা হয়েছে।
এরকম হয়ে থাকলে বিজেপি নির্বাচন কমিশনে যাচ্ছে না কেন? পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রশ্ন তৃণমূলের। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে জানাক।
এর আগে জানুয়ারি মাসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে, রোহিঙ্গাদের নিয়ে একই অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। বলেন, ৩-৪ লক্ষ অনুপ্রবেশকারীর নাম তোলা হয়েছে ভোটার তালিকায়। রোহিঙ্গাদের ঢোকানো হয়েছে। কমিশন নজর দিক। সমস্ত নির্বাচন কমিশনের অফিসারদের ওপর নজর রাখতে হবে।
কিন্তু, অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, দিলীপের তোলা রোহিঙ্গা ইস্যু ভিত্তিহীন।
মায়ানমারের উত্তর-পশ্চিমে রাখাইন প্রদেশে মূলত বাস ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গারা। ভারত-বাংলাদেশ-মায়ানমারের সীমান্তে অবস্থিত এই এলাকা।
বহু যুগ ধরে বর্মি বৌদ্ধদের হাতে নিগৃহীত হচ্ছে আরাকানি মুসলমানরা। তখন থেকেই রোহিঙ্গাদের বাস্তুভিটে ছেড়ে অন্যত্র, মূলত পড়শি দেশে, পাড়ি দেওয়ার প্রবণতা শুরু হয়।
পরবর্তী কালে রোহিঙ্গাদের ওপর অত্যচার আরও বাড়ে। এরইসঙ্গে আরও বেশি সংখ্যক রোহিঙ্গা ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)