এক্সপ্লোর
Singer KK Death: সংযমী নীরবতা পরিবারের, বাবার মৃত্যুতে যা লিখলেন কে কে-কন্যা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/e364124b9c635464564dfcdca27a7b15_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কে কে-র মেয়ের সোশ্যাল পোস্ট নজর কাড়ছে।
1/10
![গান গেয়ে চলে জীবন। প্রায়শই ঘুরতে হত বাইরে। কিন্তু কলকাতায় এসে আর ফেরা হবে না, তা নিজেও হয়ত ভাবতে পারেননি কৃষ্ণকুমার কুন্নথ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/f3ccdd27d2000e3f9255a7e3e2c488008eebd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গান গেয়ে চলে জীবন। প্রায়শই ঘুরতে হত বাইরে। কিন্তু কলকাতায় এসে আর ফেরা হবে না, তা নিজেও হয়ত ভাবতে পারেননি কৃষ্ণকুমার কুন্নথ।
2/10
![সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে তাই শোকের ছায়া সর্বত্র। বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। তিনি নেই তা ভাবতেই পারছেন না সতীর্থরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/d0096ec6c83575373e3a21d129ff8fef3d19d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে তাই শোকের ছায়া সর্বত্র। বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর। তিনি নেই তা ভাবতেই পারছেন না সতীর্থরা। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
3/10
![এ সবের মধ্যেও কে কে-র মতোই সংযমী নীরবতা বজায় রাখতে দেখা গেল তাঁর পরিবারের সদস্যদের। কলকাতায় এসে দেহ সংগ্রহ করা থেকে সৎকার, যাবতীয় বিতর্ক, তরজা থেকে দূরত্ব রেখে চলছেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/032b2cc936860b03048302d991c3498fbd563.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ সবের মধ্যেও কে কে-র মতোই সংযমী নীরবতা বজায় রাখতে দেখা গেল তাঁর পরিবারের সদস্যদের। কলকাতায় এসে দেহ সংগ্রহ করা থেকে সৎকার, যাবতীয় বিতর্ক, তরজা থেকে দূরত্ব রেখে চলছেন তাঁরা।
4/10
![বরং নিজের মতো করে আবেগ প্রকাশ করতে দেখা গেল তাঁর মেয়ে ট্যামারাকে। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার উদ্দেশে একটিমাত্র বাক্যই লিখেছেন তিনি। তাতে তাতেও সংযমী মনোভাবেরই প্রতিফল দেখা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/8cda81fc7ad906927144235dda5fdf156e7d0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বরং নিজের মতো করে আবেগ প্রকাশ করতে দেখা গেল তাঁর মেয়ে ট্যামারাকে। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার উদ্দেশে একটিমাত্র বাক্যই লিখেছেন তিনি। তাতে তাতেও সংযমী মনোভাবেরই প্রতিফল দেখা গিয়েছে।
5/10
![ডিজিটাল কার্ড পোস্ট করে অন্তিম দর্শনে কে কে-র অনুরাগী এবং সতীর্থদের আহ্বান জানান ট্যামারা। তার নীচে একটিই বাক্য লেখেন ট্যামারা, ‘তোমাকে চিরকাল ভালবাসব বাবা।’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/18e2999891374a475d0687ca9f989d837af2f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডিজিটাল কার্ড পোস্ট করে অন্তিম দর্শনে কে কে-র অনুরাগী এবং সতীর্থদের আহ্বান জানান ট্যামারা। তার নীচে একটিই বাক্য লেখেন ট্যামারা, ‘তোমাকে চিরকাল ভালবাসব বাবা।’
6/10
![কলকাতায় অনুষ্ঠানের পর কে কে-র আকস্মিক মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না কেউ। ঘুরে ফিরে কানে বাজছে তাঁর গাওয়া, বন্ধুত্ব, প্রেম এবং বিরহের গান। ট্যামারার পোস্ট করা কার্ডেও ধরা পড়েছে কে কে-র গাওয়া বিখ্যাত গানের এক ছত্র, ‘হম রহে ইয়া না রহে, কল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/ae566253288191ce5d879e51dae1d8c395e0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতায় অনুষ্ঠানের পর কে কে-র আকস্মিক মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না কেউ। ঘুরে ফিরে কানে বাজছে তাঁর গাওয়া, বন্ধুত্ব, প্রেম এবং বিরহের গান। ট্যামারার পোস্ট করা কার্ডেও ধরা পড়েছে কে কে-র গাওয়া বিখ্যাত গানের এক ছত্র, ‘হম রহে ইয়া না রহে, কল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।’
7/10
![সাফল্যের শিকড়ে পৌঁছেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা রেখে এসেছেন কে কে। পার্টিতে যাওয়ার বদলে, কাজ শেষ করে বাড়িতে সময় কাটানো, বেড়াতে যাওয়াই শখ ছিল তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/799bad5a3b514f096e69bbc4a7896cd984577.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাফল্যের শিকড়ে পৌঁছেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা রেখে এসেছেন কে কে। পার্টিতে যাওয়ার বদলে, কাজ শেষ করে বাড়িতে সময় কাটানো, বেড়াতে যাওয়াই শখ ছিল তাঁর।
8/10
![ট্যামারাও প্রচারের আলোয় আসেননি সেভাবে। তবে ইনস্টাগ্রামে নিজেকে গায়িকা, সঙ্গীতশিল্পী এবং প্রযোজক বলে উল্লেখ করেছেন ট্যামারা। সঙ্গীতচর্চার কিছু টুকরো ভিডিও-ও পোস্ট করেছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/156005c5baf40ff51a327f1c34f2975b3f795.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ট্যামারাও প্রচারের আলোয় আসেননি সেভাবে। তবে ইনস্টাগ্রামে নিজেকে গায়িকা, সঙ্গীতশিল্পী এবং প্রযোজক বলে উল্লেখ করেছেন ট্যামারা। সঙ্গীতচর্চার কিছু টুকরো ভিডিও-ও পোস্ট করেছেন তিনি।
9/10
![বলিউডে বহুমুখী শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন কে কে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, বাংলা-সহ আরও একাধিক ভাষায় গান গেয়েছেন। কলকাতায় মঞ্চে গান গাওয়ার সময়ই অসুস্থ বোধ করেন। কিন্তু আর কখনও মঞ্চে দেখা যাবে না তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/30e62fddc14c05988b44e7c02788e18738d62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডে বহুমুখী শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন কে কে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, বাংলা-সহ আরও একাধিক ভাষায় গান গেয়েছেন। কলকাতায় মঞ্চে গান গাওয়ার সময়ই অসুস্থ বোধ করেন। কিন্তু আর কখনও মঞ্চে দেখা যাবে না তাঁকে।
10/10
![একাধিক জায়গায় অনুষ্ঠান করার পাশাপাশি, মৃত্যুর আগে পর্যন্ত প্লেব্যাকও সমান তালে চালিয়ে যাচ্ছিলেন কেকে। সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩‘ ছবিতেই তাঁর রেকর্ড করা শেষ গানটি শোনা যাবে বলে জানা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/fe5df232cafa4c4e0f1a0294418e566025ed6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাধিক জায়গায় অনুষ্ঠান করার পাশাপাশি, মৃত্যুর আগে পর্যন্ত প্লেব্যাকও সমান তালে চালিয়ে যাচ্ছিলেন কেকে। সলমন খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩‘ ছবিতেই তাঁর রেকর্ড করা শেষ গানটি শোনা যাবে বলে জানা গিয়েছে।
Published at : 02 Jun 2022 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)