কিছুদিন আগেই তাঁর ‘লুকস’ নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল ৷ ফ্যানদের পছন্দ হয়নি সেই লুক ৷ সোশ্যাল মিডিয়াতে এর জন্য যথেষ্ট ট্রোলও হতে হয় অভিনেত্রীকে ৷
2/5
কিন্তু এবার সাদা টপ এবং নীল-সাদা প্যান্টে ফ্যানদের চমকে দিলেন অভিনেত্রী দিশা পাটানি ৷ কুল-ক্যাস্যুয়াল লুকেও তিনি সুপারহট !
3/5
ছবি শিকারিদের হাত থেকে অবশ্য বাঁচতে পারেননি দিশা ৷ পাপারাৎজিদের ছবির জন্য কোনও পোজও দেননি দিশা ৷ কিন্তু তাতে ছবি তোলা বন্ধ করেননি ফটোগ্রাফাররা ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি ৷
4/5
দিশার লুকস নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে ৷
5/5
এর আগে অবশ্য দিশার এলোমেলো চুল , ওভারসাইজড শর্টস এবং জ্যাকেট নিয়ে অনেক কথা হয়েছিল ৷ কিন্তু এদিন কুল ক্যাসুয়ালেই চমকে দিলেন দিশা ৷