এক্সপ্লোর
Amrit Bharat Express: ঘোরাতে হবে না ট্রেন, দুই দিক থেকেই চালানো যাবে, অমৃত ভারত এক্সপ্রেসে আরামের প্রতিশ্রুতি রেলের
Indian Railways: একটি অমৃত ভারত পেল বাংলাও। ছবি: ভারতীয় রেল প্রতিমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।
ছবি: ভারতীয় রেল প্রতিমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।
1/12

অযোধ্যা থেকে মালদা-বেঙ্গলুরু অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী। ৭ জানুয়ারি থেকে নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি। ছবি: ভারতীয় রেল প্রতিমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।
2/12

২২০০ কিলোমিটারের বেশি যাত্রাপথে ছুঁয়ে যাবে ৩২টি স্টেশন। সাধারণ মানুষকে আরামদায়ক সুবিধা দিতেই অমৃত ভারত এক্সপ্রেসের ভাবনা, দাবি রেল কর্তৃপক্ষের। ছবি: ভারতীয় রেল প্রতিমন্ত্রীর X হ্যান্ডল থেকে সংগৃহীত।
Published at : 30 Dec 2023 08:14 PM (IST)
আরও দেখুন






















