এক্সপ্লোর
Farmers protest:ঘরে ফিরছেন কৃষকরা, পথে ফুল-মালা দিয়ে অভ্যর্থনা

Farmers protest return
1/15

৩৭৮ দিনের আন্দোলন শেষে শনিবার থেকে ঘরে ফিরছেন কৃষকরা। দিল্লিতে বিজয়োল্লাস। সোনিপথে আস্তানা গোটানোর কাজ শুরু আগে থেকেই শুরু হয়।
2/15

পাশাপাশি, দেশজুড়ে বিজয় উত্সব পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
3/15

বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় গত একবছর ধরে দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমানায় চলছিল কৃষকদের অবস্থান বিক্ষোভ।
4/15

প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর, সংসদে পাস হয় কৃষি আইন প্রত্যাহার বিল। পাশাপাশি, কেন্দ্রের তরফে ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবি খতিয়ে দেখতে কমিটি গঠন ও কৃষকদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি মেলে। এরপরই কৃষক আন্দোলন প্রত্যাহারের কথা জানায় সংযুক্ত কিষাণ মোর্চা।
5/15

এরপর প্রায় এক বছর পর দিল্লির সিঙ্ঘু ও টিকরি সীমা থেকে তাঁবু ও অস্থায়ী বাস উঠিয়ে শনিবার থেকেই বাড়ির দিকে রওনা দিয়েছেন কৃষকরা।
6/15

গ্রামে ফেরার পথে গ্রামগুলি বীরের সম্বর্ধনা পেলেন কৃষকরা। ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানানো হচ্ছে তাঁদের।
7/15

৩৮০ দিন আগে দাবি আদায়ের সংকল্প নিয়ে রওনা দিয়েছিলেন তাঁরা। ফিরছেন জয়ের বার্তা নিয়ে। দীর্ঘ আন্দোলনের ইতিহাস রচনা করে।
8/15

দিল্লি ও আম্বালা ও অন্যান্য রাজ্য সড়কগুলিতে গ্রামবাসীরা গাঁদাফুলের মালা, লাড্ডু ও বরফির মতো মিষ্টি দিয়ে আন্দোলনকারীদের স্বাগত জানান।
9/15

পঞ্জাবে শাম্ভু, খানৌরি ও ডাবওয়ালি দিয়ে প্রবেশের সময় তাঁদের ওপর পুষ্পবৃষ্টিও করা হয়। ঢোল বাজিয়ে তাঁদের অভ্যর্থনা জানান গ্রামবাসীরা।
10/15

ত্রিপল, গৃহস্থালির অন্যান্য সামগ্রী নিয়ে আন্দোলনকারীরা ট্রাক্টরে, খোলা গাড়িতে ফিরছেন।
11/15

বিকেইউ নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, গাজিপুর প্রতিবাদ স্থল কৃষকরা ১৫ ডিসেম্বরের মধ্যে খালি করে দেবেন। শনিবারই প্রথম উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের দিকে রওনা দিয়েছেন।
12/15

দিল্লির সীমানায় গতকালের আগে থেকেই বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করে দেন কৃষকরা। খুলে ফেলা হয় অস্থায়ী তাঁবুগুলি। এতদিন এগুলিই ছিল আন্দোলনকারীদের বাসস্থান।
13/15

শনিবারই ফুল দিয়ে সাজানো ট্রাক্টরের সারিতে বিজয় গীত গাইতে গাইতে সিঙ্ঘু সীমানার ধর্ণাস্থল থেকে বেরিয়ে আসেন কৃষকরা।
14/15

আর এতদিনের আন্দোলনের জায়গা ছেড়ে যেতে অনেকেরই আবেগ বাধা মানছিল না। কিছু কৃষক হোমযজ্ঞও করেন। আবার কেউ কেউ ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের উদ্দেশ্য রওনা দেন।
15/15

পরিত্যক্ত চেহারা নয় এতদিনের আন্দোলনে জমজমাট স্থল।
Published at : 12 Dec 2021 04:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
